শনিবার, ১২ জুলাই ২০২৫ ।। ২৮ আষাঢ় ১৪৩২ ।। ১৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বেই খুন হন সোহাগ রাজসাক্ষী হওয়ার শর্তে চৌধুরী মামুনকে ট্রাইব্যুনালের ক্ষমা ইসলামী আন্দোলনের গোলটেবিলে অন্য দলের যারা যোগ দিলেন  মিটফোর্ডে নৃশংস হত্যা, অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা: যুব মজলিস জুলাইয়ের আকাঙ্ক্ষা ও স্বপ্ন রক্ষায় পিআরই একমাত্র সমাধান: পীর সাহেব চরমোনাই মিটফোর্ডে পাথর মেরে বর্বরোচিত হত্যার প্রতিবাদে চান্দিনায় বিক্ষোভ  ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত ১৭ ফিলিস্তিনি খানকায়ে আহমদিয়ার ২৭তম আধ্যাত্মিক কোর্স সফলভাবে সম্পন্ন মিটফোর্ড হত্যাকাণ্ডে দুই এজাহারনামীয় আসামি গ্রেপ্তার: জানাল র‍্যাব তীব্র গরমে হাতে তৈরি এয়ার কুলারই ভরসা আফগান ট্যাক্সিচালকদের

মাদরাসা ও কারিগরি বোর্ডের আজকের পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির কারণে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম এবং কারিগরি বোর্ডের বিএম/বিএমটি আজকের (১০ জুলাই) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া সাধারণ বোর্ডের মধ্যে কুমিল্লা বোর্ডের অন্তর্গত ফেনী জেলার কিছু এলাকার পরীক্ষা স্থগিত হয়েছে।

বুধবার (৯ জুলাই) রাতে সংশ্লিষ্ট বোর্ড এই তথ্য জানিয়েছে।

মাদরাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান আলিম পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।

অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির (বিএম/বিএমটি) বৃহস্পতিবারের (১০ জুলাই) সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

গত কয়েক দিন ধরে দেশের বেশির ভাগ এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। এতে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এজন্য একদিনের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিলো মাদরাসা বোর্ড। এই পরীক্ষার তারিখ পরে জানানো হবে। তবে বাকি দিনের পরীক্ষা রুটিন অনুযায়ী হবে বলে জানা গেছে।

গত ২৬ জুন সারাদেশে একযোগে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষায় মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে প্রায় ১০ লাখ ৫৫ হাজার, মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী সংখ্যা এক লাখ নয় হাজারের বেশি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ