সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

ঈদুল আজহার পবিত্র বার্তায় সেনাপ্রধানের শুভেচ্ছা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঈদুল আজহার পবিত্র উপলক্ষে দেশ ও বিদেশে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর সকল কর্মকর্তা, সৈনিক, অসামরিক কর্মচারী এবং তাদের পরিবার-পরিজনকে আন্তরিক ঈদ মোবারক জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

গতকাল শুক্রবার দেওয়া এক হৃদয়স্পর্শী বাণীতে তিনি ঈদুল আজহার ত্যাগের শিক্ষা স্মরণ করিয়ে দিয়ে বলেন—
“এই মহিমান্বিত দিন সকলের জীবনে বয়ে আনুক প্রশান্তি, ভ্রাতৃত্ব এবং আল্লাহর রহমত। ঈদুল আজহার ত্যাগের অনুপম শিক্ষা যেন আমাদের সামরিক শৃঙ্খলা ও কর্তব্যবোধকে করে আরও দৃঢ়।”

শুভেচ্ছা বাণীতে সেনাপ্রধান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সেই বীর সেনানীদের, “যারা জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মাতৃভূমিকে করেছেন সম্মানিত।
মহান মুক্তিযুদ্ধে, পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী অভিযানে কিংবা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সহানুভূতি।”

তিনি আরও বলেন, “যারা ঈদের এই আনন্দময় দিনেও দেশ ও জাতির সেবায় কর্মস্থলে নিয়োজিত—হোক তা পাহাড়ের দুর্গম কোনা কিংবা বিশ্বের অন্য প্রান্তে শান্তিরক্ষা মিশনের দায়িত্বে—তাদের প্রতি রইল আমার হৃদয়ের গভীর কৃতজ্ঞতা ও শুভকামনা।”

সেনাপ্রধান তাঁর বাণীর শেষাংশে বলেন, “আসুন, ঈদুল আজহার পবিত্রতায় উজ্জীবিত হয়ে আমরা একে অপরের প্রতি সদয় হই, আত্মত্যাগে উদ্বুদ্ধ হই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে পরস্পরকে সহযোগিতা করি। মহান আল্লাহ তায়ালা যেন আমাদের সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে হিফাজত করেন, ঈমান-আকিদা ও কর্তব্যবোধে করেন সুদৃঢ়।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ