সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

২৭ মন্ত্রণালয়-সংস্থার সঙ্গে ইসির বৈঠক আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সরকারের ২৭ মন্ত্রণালয়-সংস্থার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগদানের সিদ্ধান্ত নিতে এ বৈঠকের আয়োজন করছে ইসি।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক (সঠিকতা যাচাই) মুহা. সরওয়ার হোসেনের জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে। এতে উল্লেখ করা হয়েছে, সোমবার (২ জুন) বিকেল ৩টায় ইসির সিনিয়র সচিবের সভাপতিত্বে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করা হয়েছে।

সভার আলোচ্যসূচিতে রাখা হয়েছে—

(১) এনআইডি’র তথ্যাদি আমলে নিয়ে চাকরিতে নিয়োগদান সংক্রান্ত।
(২) এনআইডি’র তথ্যাদি আমলে না নিয়ে চাকরিতে নিয়োগকৃত ব্যক্তিদের এনআইডি সংশোধনের ক্ষেত্রে করণীয়।
(৩) বিবিধ।

বৈঠকে প্রতিনিধি পাঠাতে ২৭ মন্ত্রণালয়-সংস্থাকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। যাদের চিঠি দেওয়া হয়েছে তারা হলেন— মন্ত্রিপরিষদ সচিব, গভর্নর, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সিনিয়র সচিব (জনপ্রশাসন মন্ত্রণালয়), সিনিয়র সচিব (জননিরাপত্তা বিভাগ/সুরক্ষা সেবা বিভাগ), সিনিয়র সচিব (নৌ পরিবহন মন্ত্রণালয়), সিনিয়র সচিব (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়), সচিব (প্রতিরক্ষা মন্ত্রণালয়), সচিব (স্থানীয় সরকার বিভাগ), সচিব (আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়), সচিব (পরিকল্পনা মন্ত্রণালয়), সচিব (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়), সচিব (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়), সচিব (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়), সচিব (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ), সচিব (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়), সচিব (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়), সচিব (রেলপথ মন্ত্রণালয়), সচিব (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়), সচিব (পানিসম্পদ মন্ত্রণালয়), সচিব (বস্ত্র ও পাট মন্ত্রণালয়), সচিব (শিল্প মন্ত্রণালয়), সচিব (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়), সচিব (সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়), চেয়ারম্যান (বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন), রেজিস্ট্রার জেনারেল (বাংলাদেশ সুপ্রিম কোর্ট) ও ব্যবস্থাপনা পরিচালক (বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন)।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ