সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

গুগল পে বাংলাদেশে আসছে, এটির কাজ কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এক মাসের মধ্যে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হবে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। শুক্রবার (৩০ মে) আসিফ তার ভেরিফাইড ফেসবুকে এ তথ্য জানান।


* গুগল পে কী, কোন কোন কাজে ব্যবহার করা যাবে?
‘গুগল পে’ গুগলের মোবাইল পেমেন্ট প্লাটফর্ম। যা গুগলই তৈরি করেছে। অ্যান্ড্রয়েড ফোন, ট্যাবলেটস এবং ঘড়িতে ‘গুগল পে’ থাকলে সেটির মাধ্যমে সরাসরি দোকানে অথবা অনলাইনে কেনাকাটা করা যায়।
‘গুগল পে’ একটি ডিজিটাল ওয়ালেট হিসেবেও কাজ করে। কোথায় কোন জায়গায় কবে কিসে পেমেন্ট করা হয়েছে তার সব তথ্যই এখানে নিরাপদভাবে সংরক্ষণ করে রাখা যায়। এই ওয়ালেটে রাখা যায় পেমেন্ট কার্ড, লয়ালিটি কার্ড, গিফট কার্ড এবং টিকিটের তথ্য। যা প্রয়োজনে সহজে ব্যবহার করা যায়।

এছাড়া ‘গুগল পে’র মাধ্যমে ‘নিয়ার-ফিল্ড কমিউনিকেশন’ বা স্বল্প দূরত্বের তারবিহীন প্রযুক্তি ব্যবহার করে অর্থ আদান-প্রদান করা যায়। এটি মূলত সরাসরি দোকানে গিয়ে কেনাকাটার জন্য ব্যবহৃত হয়।
অপরদিকে অনলাইনে ‘গুগল পে’ মোবাইল অ্যাপস ব্যবহার করে ওয়েবসাইট থেকে সহজে কেনাকাটা করা যায়। এতে বারবার পেমেন্টের মাধ্যম নির্বাচন করতে হয় না।

‘গুগল পে’ কিছু অঞ্চলে বন্ধু ও পরিবারের সদস্যদের কাছে অর্থ আদান-প্রদান করার সুযোগও দেয়।

এটির নিরাপত্তাও বেশ ভালো। ‘গুগল পে’ এর মাধ্যমে যেসব পেমেন্ট করা হয় সেগুলো পিন নম্বর, পাসওয়ার্ড এবং বায়োমেট্রিক নিশ্চিতকরণের মাধ্যমে সুরক্ষিত থাকে।

গুগল পে ওয়েব ব্রাউজার গুগল ক্রোম এবং গুগল প্লে স্টোরের সঙ্গে একীভূত।
* গুগল পে-তে অর্থ যুক্ত করা যাবে কীভাবে?
‘গুগল পে’ ব্যবহার করে কেনাকাটা করার জন্য আপনার ক্রেডিট কার্ড-ডেভিড কার্ড অথবা ব্যাংক অ্যাকাউন্টকে যুক্ত করতে হবে। কীভাবে যুক্ত করতে হবে সেটি অ্যাপসে গিয়ে নির্দেশিকায় পাওয়া যাবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ