শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই

‘দমন নয়, অপশক্তিকে নির্মূল করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের মতো পৃথিবীর কোথাও রাজনৈতিক কারণে গাড়িতে আগুন দিয়ে, রাস্তায় পিটিয়ে মানুষ হত্যা করা হয় না। যারা এই কাজ করছে তারা রাজনৈতিক অপশক্তি। এই অপশক্তিকে শুধু দমন নয়, নির্মূল করতে হবে।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত বিজয় শোভাযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।


তথ্যমন্ত্রী বলেন, ২৮ অক্টোবরের ঘটনায় জড়িত প্রত্যেকের বিচার হবে। আপনারা দেখতে পাচ্ছেন, এর আগে ঘটা প্রতিটি ঘটনার বিচার হচ্ছে, বিচারের রায় হচ্ছে। সাংবাদিকদের যেভাবে পেটানো হয়েছে, একজন সাংবাদিককে মাটিতে ফেলে যেভাবে সাপ পেটানোর মতো করে পেটানো হয়েছে এগুলো অবশ্যই বাংলাদেশে বিচার হবে। আমরা সহিংসতার বিচার করতে বদ্ধপরিকর।

রাজনৈতিক ভিন্নমতকে স্বাগত জানানো হয় উল্লেখ করে তিনি বলেন, অবশ্যই বিরোধী রাজনীতি থাকবে। মন্ত্রীদের সমালোচনা হবে, তারা সরকারের পতন চাইবে। মন্ত্রীদের পদত্যাগ দাবি হয় কিন্তু সেই কথা বলে মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করা, মানুষের গাড়ি জ্বালিয়ে দেওয়া মেনে নেওয়া যায় না। একটি বাস জ্বালিয়ে দেওয়া মানে একটি পরিবারকে জ্বালিয়ে দেওয়া। এগুলো কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়, এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড। পৃথিবীর কোথাও আজকে রাজনৈতিক কারণে এভাবে মানুষ হত্যা হচ্ছে না। এভাবে গাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে না। এই অপশক্তিকে দমন নয়, নির্মূল করতে হবে।

এর আগে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বিএনপি-জামায়াত নব্য নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ