শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খেলাফত মজলিস রিয়াদ মহানগরী শাখার তরবিয়তি মজলিস দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল

অনির্বাচিত কেউ এসে নির্বাচন করবে এটা গ্রহণযোগ্য নয়: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

অনির্বাচিত কেউ এসে নির্বাচন করবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন  ওবায়দুল কাদের। আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনীতি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল দরকার। তা চায় আওয়ামী লীগ। নির্বাচনের পরই দেখা যাবে শক্তিশালী বিরোধী দল পাওয়া যাবে কি–না।’

তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচিত সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এটাই নিয়ম হওয়া উচিত। অনির্বাচিত কেউ এসে নির্বাচন করবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

বিএনপির আন্দোলনকে ব্যর্থ উল্লেখ করে কাদের বলেন, ‘যে দল আন্দোলনে ব্যর্থ হয় সে দল নির্বাচনেও ব্যর্থ হয়- এটাই নিয়তি। যে খারাপ মতলব নিয়ে তারা (বিএনপি) নির্বাচনের বিরোধিতা করছে তা যে ব্যর্থ হবে তা বিএনপি ভালোই জানে। বিদেশি বন্ধুরাও বিষয়টি বুঝতে পারছে।’

বিএনপির এসব সহিংস কর্মকাণ্ড দেশের সাধারণ মানুষ প্রতিহত করবে বলেও জানান তিনি।

আগামী ১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশের অনুমতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘মানবাধিকার দিবসে সমাবেশ করতে নির্বাচন কমিশনে আবেদন করেছে আওয়ামী লীগ। এখানে পাল্টাপাল্টির কিছু নেই।’

স্বতন্ত্রভাবে যারা নির্বাচন করতে চায় তাদের জন্য আওয়ামী লীগ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না জানিয়ে দলটির সাধারণ সম্পাদক আরও বলেন, ‘স্বতঃস্ফূর্ততা নির্বাচনের জন্য ইতিবাচক। জোটের খাতিয়ে নির্বাচিত হওয়ার মতো প্রার্থীকে তো বসিয়ে দিতে পারে না আওয়ামী লীগ। দলের নেতারা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করি না।’

এমএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ