শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খেলাফত মজলিস রিয়াদ মহানগরী শাখার তরবিয়তি মজলিস দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল

মাওলানা আব্দুল গণী রহ. এর জানাযা ও দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস (শায়খে সানী) মাওলানা আবদুল গণী রহ. এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।  

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সোয়া ১১ টায় ফরিদাবাদ মাদ্রাসা মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন ফরিদাবাদ মাদরাসা মুহতামিম ও মরহুমের ভাতিজা মাওলানা আব্দুল কুদ্দুস। এরপর তাকে মাদ্রাসার মাকবারায় দাফন করা হয়।

জানাযায় মাওলানা আবদুল মতিন পীর সাহেব ঢালকা নগর, আল হাইআতুল উলয়া লিল জামুয়াতুল কওমিয়া পরীক্ষার নিয়ন্ত্রক মাওলানা ইসমাঈল বরিশালী, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের প্রতিনিধি টিমসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ও বিভিন্ন স্তরের মানুষজন উপস্থিত ছিলেন।

জানাযা পূর্ববর্ত বক্তব্য দেন মিরপুর দারুর রাশাদ মাদরাসা মাওলানা হাবিবুর রহমান, ফরিদাবাদ জামালুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা ইমদাদুল ইসলাম,  সেগুন বাগিচা মসজিদের খতিব মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, আকবর কমপ্লেক্সের মুফতি আব্দুস সবুর, মরহুমের দশ বছরের খাদেম মুফতি কামরুজ্জামান প্রমূখ।

এদিকে গতকাল সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

এর আগে গুরুতর অসুস্থ হয়ে আইসিউতে ভর্তি ছিলেন। গত সোমবার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ২ টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার তাকে আইসিউতে নেওয়া হয়। 

প্রসঙ্গত, ৭০ বছর বয়সী প্রবীণ এ আলেমের ২০১৬ সালে পাকস্থালিতে ক্যান্সার ধরা পড়ে। দেশে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার উদ্দেশ্য  ২০১৭ সালে তাকে ভারতে নেওয়া হয়। ভারতের কলকাতা সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধীনে দীর্ঘদিন  চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার কিছুটা উন্নতি হয়। তবে গত কয়েক মাস আগে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর থেকে আবারো তার অবস্থার অবনতি ঘটে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ