ঢাকায় সম্প্রতি বেড়েছে ছিনতাই অপরাধ কার্যক্রম। বিভিন্ন থানা এলাকায় ছিনতাইয়ের অপরাধে জড়িতদের গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলেও জামিনে বেরিয়ে পুনরায় একই অপরাধে জড়িত হচ্ছেন ছিনতাইকারীরা।
ঢাকা মহানগরীকে ছিনতাইমুক্ত করে নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিতকরণ এবং অপরাধভীতি দূর করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে গত শনিবার (৭ অক্টোবর) ১৯ সদস্যবিশিষ্ট এই টাস্কফোর্স গঠন করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, ডিএমপি সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম বিভাগ) শচীন চাকমাকে সভাপতি করে ১৯ সদস্যবিশিষ্ট টাস্কফোর্স গঠন করা হয়েছে।
এম আই/
এম আই/
                              
                          
                              
                          
                        
                              
                          