সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৩ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭


৮ মাস পর মসজিদে হারামের ইমামতিতে ফিরছেন শাইখ ড. ফয়সাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অসুস্থতার কারণে প্রায় আট মাস পর মসজিদে হারামের ইমামতিতে ফিরছেন শাইখ ড. ফয়সাল বিন জামিল আল গাজ্জাওয়ি।

আরব নিউজের খবরে বলা হয়, সৌদি আরবের পবিত্র দুই মসজিদের বিষয়ক সাধারণ প্রেসিডেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, শাইখ ফয়সাল আল গাজ্জাওয়ি আগামীকাল শুক্রবার (১৪ নভেম্বর) আসরের নামাজ থেকে শনিবার পর্যন্ত ইমামতি করবেন।

শাইখ ড. ফয়সাল আল গাজ্জাওয়ি মসজিদুল হারামের সিনিয়র ইমামদের একজন এবং উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার কণ্ঠে কুরআনের তেলাওয়াত বিশ্বের লাখো মুসলমানের হৃদয়ে বিশেষ প্রভাব ফেলে।

ইমাম গাজ্জাওয়ির অসুস্থতার সময় বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেছিলেন। তার পুনরায় ইমামতি শুরু করার খবর মুসলমানদের মধ্যে আনন্দ ও কৃতজ্ঞতার অনুভূতি ছড়িয়ে দিয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ