মক্কার মসজিদে হারামে অনুষ্ঠিত ৪৫তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ শীর্ষস্থান অর্জন করেছেন আফ্রিকার দেশ চাদ প্রজাতন্ত্রের প্রতিযোগী মোহাম্মদ আদম মোহাম্মদ। প্রথম বিভাগে পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৫ লাখ রিয়াল।
গত বুধবার (২০ আগস্ট) মসজিদে হারামে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া মসজিদে হারামের ইমাম, দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী শায়খ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে-শায়খসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন।
সুন্দর কণ্ঠে কেরাত, কোরআন হেফজ (পূর্ণ কোরআন ও ১৫ পারা গ্রুপ) ও তাফসির বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পৃষ্ঠপোষকতায় হওয়া আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ১২৮টি দেশের ১৭৯ জন অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শুরুর পর থেকে এবারই সবচেয়ে বেশি সংখ্যক অংশগ্রহণকারী অংশ নিয়েছে।
প্রতিযোগিতায় মোট চার মিলিয়ন রিয়াল পুরস্কার ছিল। এর বাইরে দশ মিলিয়ন রিয়াল আর্থিক পুরস্কার ছিল সব অংশগ্রহণকারীদের জন্য।
প্রতিযোগিতায় প্রথম বিভাগে সৌদি আরবের আনাস বিন মাজিদ আল হাজমি সাড়ে ৪ লাখ রিয়ালের দ্বিতীয় পুরস্কার এবং নাইজেরিয়ার সানুসি বুখারি ইদ্রিস ৪ লাখ রিয়ালের তৃতীয় পুরস্কার লাভ লোভ করেন।
দ্বিতীয় বিভাগে সৌদি আরবের মনসুর বিন মিতেব আল-হারবি ৩ লাখ রিয়ালের প্রথম পুরস্কার, আলজেরিয়ার আবদেল ওয়াদুদ বিন সুদাইরা ২ লাখ ৭৫ হাজার রিয়ালের দ্বিতীয় পুরস্কার এবং ইথিওপিয়ার ইব্রাহিম খাইরুদ্দিন মোহাম্মদ ২ লাখ ৫০ হাজার রিয়ালের তৃতীয় পুরস্কার জেতেন।
তৃতীয় বিভাগে দুই লাখ রিয়ালের প্রথম পুরস্কার ইয়েমেনের মোহাম্মদ দামাম আল-শুওয়াই, এক লাখ নব্বই হাজার রিয়ালের দ্বিতীয় পুরস্কার চাদের মোহাম্মদ কাউসি, এক লাখ আশি হাজার রিয়াল তৃতীয় পুরস্কার সেনেগালের বদর জানজ, এক লাখ সত্তর হাজার রিয়ালের চতুর্থ পুরস্কার আমেরিকার মোহাম্মদ আমিন হাসান এবং এক লাখ ষাট হাজার রিয়ালের পঞ্চম পুরস্কার পেয়েছেন ফিলিস্তিনের কামাল মানসি।
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন দুই কিশোর হাফেজ। ৩০ পারা বিভাগে হাফেজ আবদুল্লাহ আল মারুফ, আর ১৫ পারা বিভাগে হাফেজ বশির আহমদ।
এমএম/