শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
"পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা” ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর!

হজের সময় উচ্চ তাপমাত্রার আশঙ্কা, হাজীদের সতর্ক করল সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এ বছর হজের সময় হাজীরা গড়ে ৪৪ ডিগ্রি সেলসিয়াস উচ্চ তাপমাত্রার মুখোমুখি হতে পারে বলে জানিয়েছে সৌদি আরব। গত বছরের হজের সময় দেশটিতে তীব্র গরমের কারণে অনেক হাজী সমস্যায় পরেছিলেন।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের প্রধান আয়মান গোলাম মঙ্গলবার (৪ জুন) এক সংবাদ সম্মেলনে বলেছেন, "এ বছর হজের সময় মক্কা ও মদিনায় স্বাভাবিকের থেকে দেড় থেকে ২ ডিগ্রি বেশি তাপমাত্রা বৃদ্ধি পাবে। আপেক্ষিক আর্দ্রতা ২৫ শতাংশ থাকার পাশাপাশি বৃষ্টির হার শূন্যের কাছাকাছি থাকবে। গড় সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি হবে।"

সৌদি সরকারের পরিসংখ্যানে দেখা গেছে, গত বছর ১.৮ মিলিয়নেরও বেশি মানুষ হজে অংশ নিয়েছিলেন।

সৌদি কর্তৃপক্ষের মতে, গত বছর তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর কারণে ২ হাজারেরও বেশি মানুষ তাপজনীত সমস্যায় ভুগেছিলেন।

বিভিন্ন দেশের পরিসংখ্যান অনুসারে, প্রায় ২৪০ জন মানুষ গত বছর হজের সময় তাপজনীত সমস্যা যেমন হিটস্ট্রোক ও ক্লান্তিতে মারা গেছেন। নিহতদের মধ্যে একটি বড় অংশ ইন্দোনেশিয়ার নাগরিক ছিলেন।

সৌদি কর্মকর্তারা শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু প্রদান সহ তাপের প্রভাব প্রশমিত করার জন্য পদক্ষেপ নিয়েছেন।

আয়মান গোলাম সংবাদ সম্মেলনে বলেন, "তাপমাত্রা বাড়ার সাথে সাথে প্রতিদিনের চাহিদা পূরণ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানির প্রয়োজন।"

তিনি আরও বলেন, হজযাত্রীদের জন্য খাবার রেফ্রিজারেটরে পরিবহণ করা উচিত যাতে এটি নষ্ট না হয়।

সূত্র: ভয়েজ অব আমেরিকা

এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ