শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
"পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা” ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর!

সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসছেন মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নুর আলম>

ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররেসিন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও আমিরুল হিন্দ মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি। আগামি সপ্তাহে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসছেন।

জানা যায়, তিনি আগামী ৫ ফেব্রুয়ারী (সোমবার) সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমান যোগে ঢাকা আগমণ করবেন। এ সফরে তিনি  রাজধানী ঢাকাসহ আশেপাশের কয়েকটি উল্লেখযোগ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে সহিহ বোখারীর শেষ সবক, দস্তারে ফজিলত প্রদান, নসিহত ও দোয়া পরিচালনা করবেন।

 সফরসূচি নিচে তুলে ধরা হলো-

(৫ ফেব্রুয়ারি ) সোমবার

আগামী ফেব্রুয়ারীর ৫ তারিখে বাংলাদেশে আগমণের পর জামিয়া মাদানিয়া বারিধারায় বুখারীর শেষ সবক ও নসিহত প্রদান করবেন। 

( ৬ ফেব্রুয়ারি ) মঙ্গলবার

৬ ফেব্রুয়ারী সকাল ১০ টায়  বসুন্ধরাস্থ ইসলামিক রিসার্চ সেন্টারে বুখারীর শেষ সবক ও নসিহত প্রদান করবেন। বাদ জোহর জামিয়া শরইয়্যাহ মালিবাগে বুখারী শরীফের শেষ সবক ও নসিহত প্রদান করবেন। বাদ আসর তেজগাঁও রেলওয়ে স্টেশন মাদরাসার উদ্দেশ্য রওয়ানা হবেন। অতঃপর সেখানে বুখারী শরীফের শেষ সবক  ও নসিহত প্রদান করবেন। সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানী নগর নারায়নগজ্ঞে বুখারী শরীফের শেষ সবক ও নসিহত প্রদান করবেন। 

( ৭ ফেব্রুয়ারি ) বুধবার 

৭ ফেব্রুয়ারী বাদ জোহর মুন্সিগজ্ঞ জেলার শ্রীনগরের জামিয়া মাদানিয়া কোলাপাড়ায় বুখারী শরীফের শেষ সবক ও নসিহত প্রদান করবেন।  সন্ধ্যা ৭টা ৩০ মিমিটে জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে বুখারীর শেষ সবক, দস্তারে ফজিলত, নসিহত প্রদান ও দোয়া পরিচালনা করবেন। 

(৮ ফেব্রুয়ারি ) বৃহস্পতিবার

৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমান যোগে আল্লামা সাইয়িদ আরশাদ মাদানি দিল্লির উদ্দেশ্য রওয়ানা হবেন। 

উল্লেখ্য, মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি উপমহাদেশের আযাদি আন্দোলনের বীর মুজাহিদ, প্রখ্যাত হাদিস বিশারদ, শাইখুল আরব ওয়াল আজম, শায়খুল ইসলাম, আওলাদে রাসূল আল্লামা সাইয়িদ হোসাইন আহমদ মাদানী রহ- এর সুযোগ্য সাহেবজাদা। তিনি বর্তমানে ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও মুসলিম পার্সোনাল ল বোর্ডের ভাইস চেয়ারম্যান,  মক্কাভীত্তিক রাবেতায়ে আলমে ইসলামীর সদস্য।  মাজমায়ু খাদিমিল হারামাইনিশ শরীফাইনের কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য।

এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ