মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ।। ১৫ পৌষ ১৪৩২ ।। ১০ রজব ১৪৪৭


দেশমাতা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ লেবার পার্টির শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় ঐক্যের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়া'র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ লেবার পার্টি।

আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন সাহসী গণতান্ত্রিক নেত্রীকে হারাল, যার নেতৃত্ব ও ত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্রকামী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের প্রতীক। বাংলাদেশ লেবার পার্টির একাধিক রাজনৈতিক কর্মসূচিতে তাঁর সরাসরি অংশগ্রহণ লেবার পার্টি ও ছাত্রমিশনের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস ছিল।

ডাঃ ইরান বলেন, ব্যক্তিগতভাবে বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার সম্পর্ক ছিল অত্যন্ত স্নেহপূর্ণ। তিনি আমাকে সন্তানের মতো স্নেহ করতেন এবং রাজনৈতিক সংগ্রামে সবসময় সাহস ও দিকনির্দেশনা দিয়েছেন, যা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় ডাঃ ইরান বলেন, কারাবরণ, নিপীড়ন ও নানা প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।


বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। আমিন। প্রেস বিজ্ঞপ্তি

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ