খেলাফত মজলিস নোয়াখালী জেলা সাংগঠনিক সম্পাদক ও সোনাইমুড়ী উপজেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আজিজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১২টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে ওপেন হার্ট সার্জারি পরবর্তী অবস্থার অবনতি ঘটলে তাঁকে আইসিইউতে ভর্তি করানো হয়েছিল। তিনি খেলাফত মজলিসের সদস্য হিসেবে একজন শপথপ্রাপ্ত জনশক্তি এবং নোয়াখালী-০১ সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
শুক্রবার বেলা ১১টায় মরহুমের নিজ বাড়ি সোনাইমুড়ী সোনাপুর হাওলাদার বাড়ি মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে দাফন করা হয়। এ সময়ে খেলাফত মজলিস কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল হক আমিনী, হাফেজ মাওলানা আবু সালমান, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাফেজ মাওলানা আব্দুল আজিজের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। প্রদত্ত শোকবাণীতে আমিরে মজলিস মহান আল্লাহর দরবারে তাঁর মাগফিরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
খেলাফত মজলিসের আমির আরো বলেন, মরহুম মাওলানা আবদুল আজিজ খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রজীবন থেকে শপথের জনশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আল্লাহ তাঁর সকল নেক আমল কবুল করুন। তাঁর শূন্যতা পূরণ করে দিন।
হাফেজ মাওলানা আব্দুল আজিজের ইন্তেকালে আরো শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস নোয়াখালী জোন পরিচালক হাফেজ আবু সালমান, নোয়াখালী জেলা সভাপতি মাওলানা শামসুদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা মোরশেদ আলম মাসুম।
এলএইস/