দেশের অন্যতম শীর্ষ আলেম, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহকারী মহাসচিব, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা নূরুল হুদা ফয়েজীর ইন্তেকালে বেফাক সভাপতি মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, সহ-সভাপতিবৃন্দ ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক গভীর শোক প্রকাশ করেছেন।
বুধবার (১২ নভেম্বর) তাঁরা শোকবার্তায় বলেন, কর্মজীবনে ইসলামি কার্যক্রমের নানা অঙ্গনে তিনি অবদান রেখেছেন। বহু গুণের অধিকারী এই আলেম দেশ বিদেশে অসংখ্য ছাত্র ও ভক্ত রেখে গেছেন। ইসলামি শিক্ষা সম্প্রসারণে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
বেফাকের মুরুব্বীগণ মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তার মাগফিরাত ও জান্নাতে উচ্চ মাকাম কামনা করে দোয়া করেন। তাঁরা শোকসন্তপ্ত আত্মীয় পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশের পাশাপাশি সারা দেশের ওলামায়ে কেরাম ও তালিবুল ইলমদের নিকট মরহুমের জন্য বিশেষ দোয়ার আবেদন জানান।
প্রসঙ্গত, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব, জাতীয় উলামা মাশায়েখ-আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজী মঙ্গলবার (১১ নভেম্বর) আসরের নামাজের আগে ঝালকাঠির রাজাপুরের গালুয়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
এনএইচ/