জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব, বেফাকের সহসভাপতি ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ, ঢাকার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া অসুস্থ হয়ে পড়েছেন। তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জমিয়ত সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে তার অসুস্থতা শুরু। প্রচণ্ড জ্বর ও শরীর ব্যথার পাশাপাশি শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ডাক্তার দেখানোর পর নির্দিষ্ট কিছু শারীরিক পরীক্ষাও দিয়েছেন এবং বিশ্রাম করতে বলেছেন। দুর্বলতা কারণে বর্তমানে ঠিক মতো হাঁটাচলাও কষ্টসাধ্য হয়ে পড়েছে এবং ঠিকমতো কথা বলতে পারছেন না তিনি।
বিশিষ্ট এই আলেমের সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।
এনএইচ/