অগ্নিকাণ্ড প্রতিবছর বহুমানুষের জীবনহানীর কারণ হয়; অগ্নি নিরাপত্তায় আইনের কঠোর প্রয়োগ ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই
আজ ১৫ অক্টোবর [বুধবার] এক বিবৃতিতে গতকাল মিরপুরে পোষাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেছেন। একই সাথে নিহতদের পরিবার ও আহতের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশে প্রতিবছর অগ্নিকাণ্ডে বহুসংখ্যক মানুষ মারা যায়। অগ্নিকাণ্ডের পরে একধরনের তোড়জোর শুরু হলেও কিছুদিনের মধ্যেই তা স্তিমিত হয়ে যায়। অগ্নিপ্রতিরোধী বিদ্যমান আইনগুলোর কোন বাস্তবায়ন হয় না, নজরদারী হয় না। আবার সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে অনেক আইন অনুসরণ করাও সম্ভব হয় না। সার্বিক অব্যবস্থাপনার কারণে নিরিহ মানুষের প্রাণহানী ঘটেই চলছে। একটি সভ্য দেশে এই পরিস্থিতি সহ্য করার মতো না। তাই অবিলম্বে অগ্নিনিরাপত্তাসহ জননিরাপত্তা সংশ্লিষ্ট আইনগুলো পর্যালোচনা করতে হবে এবং সরকারী দপ্তরগুলোর মধ্যে সমন্বয় সৃষ্টি করে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
পীর সাহেব চরমোনাই দাবী জানিয়ে বলেন, নিহত ব্যক্তিদের জন্য যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
এলএইস/