বহুমুখী ইসলামি সেবা সংস্থা, আল-মারকাজুল ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল মাওলানা মুফতি মুহাম্মাদ হাসান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন।
তার নামাজে জানাজা আজ বাদ ইশা মোহাম্মাদপুর সলিমুল্লাহ রোড কবরস্থান মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বড় ছেলে মাওলানা জাবের হাসান।
মাওলানা মুফতি মুহাম্মাদ হাসান আল-মারকাজুল ইসলামীর প্রতিষ্ঠাতা মুফতি শহিদুল ইসলামের সহযোগী ছিলেন। দীর্ঘদিন তিনি প্রতিষ্ঠানটির সেক্রেটারি জেনারেল হিসেবে কাজ করেছেন। প্রতিষ্ঠানটি দেশে-বিদেশে ব্যাপক খ্যাতি অর্জনের পেছনে তার ভূমিকা রয়েছে।
এসএকে/