বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক, ছোট কুমিরা বাইতুল কুরআন মাদরাসার পরিচালক এবং বায়তুল হাসান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জালাল উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রাম মহানগর আয়োজিত ‘বিজয় র্যালি’ থেকে ফেরার পথে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার নামাজে জানাজা ও দাফন নিজ বাড়িতে রাত ৯টা ১৫ মিনিটে সম্পন্ন হয়।
মাওলানা জালাল উদ্দিন নোয়াখালী জেলার সোনাইমুড়ী গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি সীতাকুণ্ডে পড়াশোনা করেন এবং সেখানে শিক্ষক ও ইমাম হিসেবে এলাকায় ইসলামি শিক্ষা ও দাওয়াতি খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। এক শোকবার্তায় তিনি বলেন, ‘মাওলানা জালাল উদ্দিন (রহ.) ছিলেন একজন একনিষ্ঠ আলেম, দায়ী ও সংগঠক। তার ইন্তেকালে সংগঠন একজন আদর্শবান, নীতিবান ও পরিশ্রমী নেতাকে হারাল।’
তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এমএম/