আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের শ্রদ্ধেয় মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন কওমি মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, পীর সাহেব দেওনা। আজ রোববার (৬ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় এই শোক জানান তিনি।
তিনি শোকবার্তায় বলেন, মরহুমা ছিলেন একজন আদর্শ গৃহিণী, ধার্মিক, পরহেযগার ও সন্তানকে ইসলামী আদর্শে গড়ে তোলার আলোকবর্তিকা।
তিনি মরহুমার মাগফেরাত কামনা করে বলেন,আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন, কবরকে শান্তিময় করে তোলেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ও সান্ত্বনা দান করেন।
উল্লেখ্য, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগম আজ রোববার ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
এমএইচ/