শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ।। ৮ কার্তিক ১৪৩২ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
১৬ মাসে কোরআনের হাফেজ কক্সবাজারের ওবায়দুল করিম আমরা কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই: অধ্যাপক মুজিবুর রহমান ঢাকাসহ বিভাগীয় শহরে শনিবার বিক্ষোভ করবে জামায়াত  প্রশাসনকে দ্রুততার সাথে বস্তুনিষ্ঠ ব্যবস্থা নিতে হবে: ইসলামী আন্দোলন আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত  যারা আমাকে অপহরণ করেছে তাদের বাংলাদেশি মনে হয়নি জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: শায়খে চরমোনাই শ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: এক ঘণ্টায় তিন শিশু আহত ‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস

সেই আলোচিত গোরখোদক মনু মিয়া আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জের ইটনা উপজেলার আলোচিত গোরখোদক মো. মনু মিয়া আর নেই। মানুষের শেষ ঠিকানার এই নিঃস্বার্থ কারিগর ৬৭ বছর বয়সে নিজেই ঠাঁই নিতে যাচ্ছেন কবরে।

শনিবার সকাল ১০টা ২০ মিনিটে তিনি উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন ঠাকুর।

প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন বলেন, শারীরিক অসুস্থতায় ঢাকায় চিকিৎসাধীন থাকার সময় গত মে মাসের মাঝামাঝি তার নিত্য সফরসঙ্গী ঘোড়ার মৃত্যুর পর থেকেই মনু মিয়া শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছিলেন।

“দুই সপ্তাহের মত চিকিৎসা শেষে গত ১৪ মে বাড়ি ফিরে এলেও আর আগের মতো হয়ে ওঠেননি। তার মৃত্যুতে আমরা একজন নিঃস্বার্থ মানবিক মানুষকে হারালাম। এমন মানুষের অভাব কখনো পূরণ হওয়ার নয়।”

শনিবার বিকালে আছর নামাজের পর জয়সিদ্ধি গোরস্থান সলগ্ন মাঠে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হবে বলেও জানান স্থানীয় এই জনপ্রতিনিধি।

মনু মিয়া দীর্ঘ ৪৯ বছরের কর্মজীবনে কোনো ধরনের পারিশ্রমিক কিংবা বকশিস না নিয়ে স্বেচ্ছাশ্রমে ৩ হাজার ৫৭টি কবর খনন করেছেন।

তিনি অসুস্থ হওয়ার আগ পর্যন্ত কারো মৃত্যু সংবাদ কানে আসা মাত্রই খুন্তি, কোদাল, ছুরি, করাত, দা, ছেনাসহ কবর খননের সহায়ক সব যন্ত্রপাতি নিয়ে ঘোড়ায় চড়ে ছুটে যেতেন।

তার কবরস্থানে ছুটে চলার দীর্ঘদিনের নিত্য সঙ্গী ছিল বাহাদুর নামের একটি ঘোড়া। কিন্তু মনু মিয়া অসুস্থ হয়ে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে বাড়ি থেকে ঘোড়াটিকে নিয়ে হত্যা করে ফেলে যায় কিছু লোক।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, মনু মিয়া মানুষের শেষ ঠিকানা কবরটি প্রস্তুত করতেন পরম দরদ আর ভালোবাসা দিয়ে। কিন্তু এর জন্য তিনি কোনোদিন কারও কাছ থেকে টাকা-পয়সা নেননি।

একজন সুদক্ষ গোরখোদক হিসেবে মনু মিয়ার সুনাম রয়েছে দুর্গম হাওর উপজেলা ইটনা, মিঠামইন, শাল্লা, আজমিরীগঞ্জসহ পাশের এলাকায়। এ ছাড়া রাজধানীর বনানী কবরস্থানসহ দেশের নানা প্রান্তে তার সুনাম রয়েছে।

মনু মিয়া শুধু কবর খনন করেই ক্ষান্ত হতেন না, এ পর্যন্ত যাঁদের কবর খুঁড়েছেন তিনি, তাঁদের মৃত্যুর দিন-তারিখ সব লিখে রাখতেন নিজের ডায়েরিতে।

তার মৃত্যুর খবরে এলাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ