বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১১ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মৃত ব্যবসায়ীর কবরে গিয়ে ক্ষমা চাইল জাপানি পুলিশ ও কৌঁসুলিরা গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে চাওয়ায় ৫ ডাক্তারকে বদলি করা হয়েছিল  গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরাইলে বিক্ষোভ, সড়ক অবরোধ কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে : পীর সাহেব চরমোনাই গুলশানে কবি আল মাহমুদ পাঠাগার উদ্বোধন চাঁদাবাজি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রধান বাধা: ইসলামী আন্দোলন ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত বিএনপির শোকজের দীর্ঘ জবাব দিলেন ফজলুর রহমান জুলাই শহীদ পরিবারে সরকারি অনুদান বণ্টনে নতুন বিধিমালা জারি

ফরিদপুর ভাঙ্গা থানায় ব্রীজ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় ঘুরতে এসে ব্রীজ থেকে পড়ে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের গোল চত্বরে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম নুরুদ্দিন (১৭)। সে নেত্রকোনারর মোহনগঞ্জ থানার কামাল হোসেনের ছেলে। একই এলাকায় আদর্শ বিদ্যালয়ের মানবিক বিভাগের এসএসসি-২০২৫ ব্যাচের শিক্ষার্থী। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষা শেষ করে বন্ধুদের সঙ্গে ৪১ দিনের তাবলীগ জামাতে এসেছিলেন নুরুদ্দিন। ৬ দিন পর তার বাড়িতে ফেরার কথা। বন্ধুদের সঙ্গে বিকেলে ভাঙ্গা গোল চত্বর দেখতে এসেছিলেন। এ সময় হঠাৎ ব্রিজের উপর থেকে নীচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের বলেন, নুরুদ্দিন নামের এক তরুণকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়।  অবস্থা আশ্ঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত নুরুদ্দিন বাবা-মায়ের একমাত্র সন্তান। ছেলে নুরুদ্দিন হোসেনের বয়স যখন ২ বছর তখন তাকে রেখে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান বাবা কামাল হোসেন। দীর্ঘ ১৫ বছর পর মঙ্গলবার (২৪ জুন) সকালে তিনি দেশে ফিরে আসেন। কিন্ত ১৫ বছর পরে দেশে এসেও দেখা হয়নি বাবা-ছেলের। এতে ওই পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ