শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি

১ জুন: একাধিক ইসলামি জ্ঞানপ্রদীপ নিভে যাওয়া দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নাজমুল হাসান।

ইসলামি ইতিহাসে ১ জুন দিনটি বিশেষভাবে স্মরণীয়। এই দিনে বিদায় নিয়েছেন একাধিক জগদ্বিখ্যাত ইসলামি আলেম ও দার্শনিক, যাঁদের অবদান আজও বিশ্ব মুসলিমের হৃদয়ে চিরভাস্বর।

১. মুফতি মুহাম্মদ হাসান (রহ.) – জামিয়া আশরাফিয়া লাহোরের প্রতিষ্ঠাতা।

১৯৬১ সালের ১ জুন, পাকিস্তানের অন্যতম প্রখ্যাত আলেম মুফতি মুহাম্মদ হাসান (রহ.) ইন্তেকাল করেন। তিনি দারুল উলুম দেওবন্দের প্রাক্তন ছাত্র এবং শাইখুল ইসলাম থানভী (রহ.)-এর ঘনিষ্ঠ শিষ্য ছিলেন। উপমহাদেশে ইসলামী শিক্ষা প্রসারে তাঁর অসামান্য অবদান আজও আলো ছড়ায়।

২. মুফতি ফয়জুল ওয়াহিদ (রহ.) – কুরআনের গুজরী অনুবাদক

২০২১ সালের এই দিনে কোভিড-পরবর্তী জটিলতায় ইন্তেকাল করেন জম্মুর বর্ষীয়ান আলেম মুফতি ফয়জুল ওয়াহিদ (রহ.)। তিনি কুরআনের গুজরী ভাষায় প্রথম অনুবাদক হিসেবে খ্যাতি অর্জন করেন এবং দারুল উলুম দেওবন্দের গর্বিত ছাত্র ছিলেন।

৩. ইমাম সিরাজউদ্দীন আল-বুলকিনি (রহ.) – মধ্যযুগীয় শাফি’ই ফকিহ

১৪০৩ সালের ১ জুন, মিশরের শ্রেষ্ঠ শাফি’ই আলেমদের অন্যতম সিরাজউদ্দীন আল-বুলকিনি (রহ.) কায়রোতে ইন্তেকাল করেন। ইজতিহাদ ও ফিকহে তাঁর প্রগাঢ় জ্ঞান পরবর্তী যুগের বহু আলেমকে প্রভাবিত করেছে।

৪. মুফতি ইয়াকস (রহ.) – নাইজেরিয়ার উদীয়মান ইসলামি পণ্ডিত

মাত্র ২০ বছর বয়সে ২০২৪ সালের ১ জুন নাইজেরিয়ায় ইন্তেকাল করেন তরুণ আলেম মুফতি ইয়াকস (রহ.)। স্বল্প সময়ে তিনি লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন সামাজিক মাধ্যমে ইসলামের দাওয়াত প্রচারের মাধ্যমে।

এই মহামনীষীদের ইন্তেকালের দিনে মুসলিম উম্মাহ তাদের অবদান স্মরণ করছে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায়। উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম ও সচেতন মুসলমানদের পক্ষ থেকে দোয়া করা হচ্ছে—আল্লাহ্ তাআলা যেন তাঁদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং তাঁদের সাদকা জারিয়া কবুল করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ