দ্বীপজেলা ভোলার বিশিষ্ট আলেম, হেফাজতে ইসলামের উপদেষ্টা মাওলানা ওমর ফারুক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।)
বৃহস্পতিবার (২২ মে) রাত দশটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাওলানা ওমর ফারুক প্রায় ৪০ বছর ধরে নিজের প্রতিষ্ঠিত ভোলা দারুল উলুম আজিজিয়া মাদরাসায় মুহতামিমের দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে কোরআনের খেদমত করেছেন।
তিনি অত্যন্ত মিষ্টভাষী ওয়ায়েজ ছিলেন। বুজুর্গ আলেম হিসেবেও তার পরিচিতি ছিল। দেশ-বিদেশে তাঁর অসংখ্য ছাত্র ও শুভাকাঙ্ক্ষী রয়েছেন।
মরহুমের রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে বড় ছেলে মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী দারুল উলূম হাটহাজারীর ফারেগ। তিনি হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা জুনায়েদ বাবুনগরীর খাদেম ছিলেন। তিনি নিজেও হেফাজত নেতা ছিলেন।