মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ছড়ার পানিতে ডুবে রেহানা আক্তার (৯) নামের এক স্কুলছাত্রী মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে। গতকাল বুধবার (২১মে) বিকেল ৫টার দিকে কালাপুর ইউনিয়নের শাওন ছড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রেহানা উপজেলার ৫ নং কালাপুর ইউনিয়নের মাজদিহি এলাকার রমজান মিয়ার মেয়ে। সে ভৈরবগঞ্জ বাজারের শাহজালাল কেজি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রেহানা প্রতিদিনের মতো স্কুলে গিয়ে প্রথম সেমিস্টার পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে বেলা ১১টা ৪৫ মিনিটে স্কুল থেকে বের হয়ে সে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু দুপুর পেরিয়ে গেলেও সে বাড়ি না পৌঁছালে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে তার কোনো সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত তারা শ্রীমঙ্গল থানায় খবর দেন।
স্থানীয়দের ধারণা, রেহানা বাড়ি ফেরার পথে শাওন ছড়া পার হওয়ার সময় বাঁশের সাঁকো থেকে পা পিছলে পানিতে পড়ে যায়। ঘটনার সময় টানা ভারি বৃষ্টির কারণে পাহাড়ি ছড়াটিতে পানির প্রবল স্রোত ছিল, যা সম্ভবত তাকে ভাসিয়ে নিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা তল্লাশির পর বিকেল ৫টার দিকে কালাপুর আনসার ক্যাম্পের পাশের ছড়া থেকে স্থানীয়দের সহায়তায় রেহানার মৃতদেহ উদ্ধার করা হয়।
ওসি আমিনুল ইসলাম জানান, শিশুটির মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং পরিবারের সঙ্গে আলোচনা করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ মতলিব বিষয়টি নিশ্চিত করে বলেন, রেহানা স্কুল থেকে ফেরার সময় ছড়া পার হওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে যায় এবং স্রোতের টানে ভেসে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রেহানার মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, রেহানা ছিল অত্যন্ত মেধাবী এবং ভদ্র। তার অকাল মৃত্যু সবাইকে স্তব্ধ করে দিয়েছে।
এনএইচ/