কাকরাইল মারকাজ মাদরাসার উস্তাদ ও তাবলিগের মুরব্বি মাওলানা ইউসুফ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে উত্তরা আহসানিয়া ক্যানসার হসপিটালে চিকিৎসারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তাবলিগের সাথীরা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন বলে জানিয়েছেন সাথীরা।
তাবলিগের সাথীরা আরও জানান, তিনি অত্যন্ত নিরহংকার ও ভালো মানুষ হিসেবে সবার ব্যাপক সমাদৃত। তিনি তাবলিগের জন্য নিজের জীবন কোরবানি করেছিলেন।
তাঁর মৃত্যুতে তাবলিগের সাথীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানাচ্ছেন।
এসএকে/