শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৮ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :
নৌকাসহ বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’ ‘জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে মুক্তির আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হবে’ গাজার সংকট নিয়ে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি রংপুর বিভাগে ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা জনগণের আকাঙ্ক্ষা অনুধাবন না করলে রাজনীতিতে ভবিষ্যৎ নেই: আমির খসরু উন্নত প্রশিক্ষণ দিয়ে আনসার বাহিনীকে গড়ে তোলা হচ্ছে : মহাপরিচালক ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৭ দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লড়াই করে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে: অধ্যক্ষ মাসউদ খান পাঁচ বিভাগের ৫৮ আসনে প্রার্থী ঘোষণা করল জমিয়ত ভোলায় উপজেলা সহকারী কমিশনার’র বদলি ঠেকাতে মানববন্ধন 

কাতারে বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন সদস্য সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার শাখা। 

শুক্রবার (২২ আগস্ট) বাদ এশা দোহার ঘরোয়া রেস্টুরেন্ট অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়।
 
কাতার শাখার সভাপতি শায়খ জসিমউদ্দীনের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক মুফতি ইব্রাহীম খলিল ও ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা আরিফ বিল্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী ও আইএবি কাতার শাখার সহসভাপতি ক্বারী নুর মোহাম্মদ। ইসলামি সংগীত পরিবেশন করেন কাতার কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট সংগীত শিল্পী হাফেজ আব্দুল হামিদ বাবলু। 

এতে প্রধান অতিথি হিসেবে (অনলাইন) উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতিখার তারিক। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কাতার কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা এহসানুল হক।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা যারা শিক্ষা জীবনের প্রারম্ভে সফল হয়ে আজ এখানে সংবর্ধিত হয়েছ সফলতার এ ধারা যেন অব্যাহত থাকে। এবং নিজেদেরকে ইসলাম ও দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষা জীবন শেষে নিজেদের মেধা আর যোগ্যতার ভিত্তিতে আমার প্রিয় বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে নিজেদেরকে আত্মনিয়োগ করতে হবে। তোমাদের মাধ্যমেই ভবিষ্যৎ বাংলাদেশ যেন হয় একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ। যেখানে থাকবে না বৈষম্য, থাকবে না অশিক্ষিত কোনো জনগোষ্ঠী এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গড়ে উঠবে শিক্ষার সুন্দর পরিবেশ।

শাহ ইফতিখার তারিক বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সফলতার পেছনে অন্যতম কারণ হচ্ছে তাগুতের সহচার্যে না যাওয়া এবং ক্ষমতার ভাগাভাগি না করে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন‍্য আজীবন নীতি আদর্শের ওপরে অটল থাকা। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারস্থ বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল এটিএম আসাদুজ্জামান,
ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার শাখার উপদেষ্টা শায়খ আব্দুল হালিম, শায়খ নুরুল আনোয়ার, শায়খ মুহাম্মদ উল্লাহ, মাওলানা মতিউর রহমান ফেরদৌস।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন করে দেশ গঠনের যে সুযোগ এসেছে তা যদি কাজে লাগাতে না পারি তাহলে ৭১ এর স্বাধীনতার স্বপ্ন যেভাবে অধরাই রয়ে গেছে ঠিক ২৪ এর ফ‍্যাসিস্টবিরোধী আন্দোলনে হাজার হাজার ছাত্রজনতার রক্তদান ও সংগ্রামও বিফলে যাবে। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাতার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শায়খ আব্দুল বাতেন, সেক্রেটারি মুহাম্মদ মিজানুর রহমান খান,প্রশিক্ষণ সম্পাদক (মাওলানা) মুহাম্মদ নুরুল্লাহ মিয়াজী সহ কেন্দ্রীয় অন‍্যান‍্য নেতারা।

এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মদ আমীর হামজা, অর্থ সম্পাদক মুহাম্মদ আব্দুর রহীম, দফতর সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক মাওলানা খালেদ কাওসার, সহসাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আজম খান, সহপ্রচার সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় সদস্য মাওলানা মিসবাহুল হক জুবাইর প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ