মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৫ সফর ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন অধ্যাদেশ কিংবা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে : বুলবুল জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আর অর্জনের মাঝে বিস্তর ফারাক রয়েছে: জমিয়ত মহাসচিব দেশকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : ধর্ম উপদেষ্টা গাজায় যুদ্ধবিরতি নিয়ে ‘নতুন প্রস্তাব’ পেল হামাস ‘ইসলামী ব্যাংকিংয়ের অগ্রযাত্রা টেকসই করতে শরিয়াহ অডিটর তৈরি করা জরুরি’ ভারতের ছয়টি বিমান ভূপাতিত করার ভিডিও আছে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ‘আলেমদের মধ্যে মূল উৎস থেকে গবেষণার আগ্রহ কম’ আ. লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী ঢাকা-৮ আসন নিয়ে পরিকল্পনা জানালেন রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা ফয়সাল

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের নাত ও নাশিদ সন্ধ্যা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে শনিবার (১৬ আগস্ট) পূর্ব লন্ডনের হাসানাহ সেন্টার মিলনায়তনে প্রাণবন্ত একটি নাত ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়। 

এতে বিশ্বখ্যাত শায়ের ও কবি পাকিস্তানের সৈয়দ সালমান গিলানী তাঁর হৃদয়াপ্লুত ও চিত্তাকর্ষক কন্ঠে নাত ও নাশিদ পরিবেশন করেন। 

শুরুতে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম- প্রধান মেহমান সৈয়দ সালমান গিলানীর পরিচিতি উপস্থাপন করেন ও স্বাগত বক্তব্য দেন। প্রোগ্রাম সফল করে তুলতে ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ বিশেষ ভূমিকা পালন করেন। 

সৈয়দ সালমান গিলানী মদিনা শরিফে দ্বিতীয়বার হাজিরা দানকালে যে হৃদয় নিংড়ানো না'তে রাসূল উপস্থাপন করেছিলেন, তা মাহফিলে পেশ করলে উপস্থিত সকলের মনে নবী প্রেমের এক নতুন মাত্রা যোগ হয়। আলেম উলামার সমালোচনার জবাবে ও সালমান গিলানী কিছু পংক্তি মালা উপস্থাপন করে মাহফিলের পরিবেশকে রসাত্মক করে তোলেন। 

নাশিদ সন্ধ্যায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ, লন্ডন রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতিব শায়খ কাজী লুৎফুর রহমান, ইউকে জমিয়তের সহ-সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, আল ইহসান একাডেমি লেস্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি হিফজুল করীম মাশুক, মাওলানা নাজিমুদ্দীন ও মিম্বার একাডেমির ইমাম শায়খ কাজী আবদুর রহমান, ইউকে জমিয়ত লন্ডন মহানগর শাখার জেনারেল সেক্রেটারি মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, ইউকে জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, ইউকে জমিয়তের উপদেষ্টা আলহাজ্ব খালিছ মিয়া,হাসানাহ সেন্টার মসজিদের ইমাম মাওলানা হাফিজ আরশাদ হুসাইন, মাওলানা রেজা বিন সাদিক, বিশিষ্ট আলেম মুফতি আমানুল্লাহ প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ