বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ ।। ২৬ বৈশাখ ১৪৩১ ।। ১ জিলকদ ১৪৪৫


পর্তুগালে গির্জা কিনে মসজিদে রূপান্তরিত করলেন প্রবাসী বাংলাদেশিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পর্তুগালের রাজধানী লিসবনের অদূরে আলজেস শহরে একটি ক্যাথলিক গির্জা কিনে মসজিদে রূপান্তরিত করেছেন প্রবাসী বাংলাদেশিরা। শহরের নামে মসজিদটির নামকরণ করা হয়েছে আলজেস জামে মসজিদ।

মসজিদের সভাপতি এমরান হোসেন ভূইয়া বলেন আলজেস এলাকায় কোনো মসজিদ না থাকার কারণে এখানে বসবাসরত মুসলিমদের ৮/১০ কিলোমিটার দূরে মসজিদে নামাজ আদায় করার জন্য যেতে হতো। তাই এই অঞ্চলে বসবাসকারী আমরা কয়েকজন প্রবাসী বাংলাদেশি মিলে একটি মসজিদ তৈরির ইচ্ছা পোষণ করি এবং তা বাস্তবায়ন করি। যার ফলশ্রুতিতে আজ আমরা এত সুন্দর পরিবেশে নামাজ আদায় করতে পারছি।

মসজিদ কমিটির কোষাধাক্ষ নিউটন হক জানান, এটি খ্রিষ্ট ধর্মের ক্যাথলিক অনুসারীদের গির্জা ছিল এবং সেখানে তারা প্রার্থনা করতো। পরবর্তীতে এটি পরিচালনার অভাবে বন্ধ হয়ে যায়। আমরা গত ২০২৩ সালের নভেম্বর মাসে এই স্থানটি মসজিদে নির্মাণ করার জন্য চুক্তিবদ্ধ হই এবং সবার সহযোগিতায় এবং পরিশ্রমে এই নান্দনিক সৌন্দর্যের মসজিদে তৈরি করতে সক্ষম হই।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ