শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ।। ৩০ কার্তিক ১৪৩২ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
“খতমে নবুওয়তের দাবিতে একত্রিত উম্মাহ: আহমদীয়া ইস্যুতে রাষ্ট্রীয় পদক্ষেপের দাবি” কাদিয়ানি ইস্যুতে রাজনৈতিক মহলের স্পষ্ট অবস্থান চান পীর সাহেব মধুপুরী উম্মাহর ঐক্যই খতমে নবুয়তের শক্তি: মাওলানা ফজলুর রহমান আহমদীয়াদের  অমুসলিম ঘোষণা সময়ের দাবি: মহিবুল্লাহ বাবুনগরী মৌলিক দাবি উপেক্ষিত হলে সংবিধান মানবে না মুসলমানেরা: এনায়েতুল্লাহ আব্বাসী  কাদিয়ানীরা ইসলামের গণ্ডির বাহিরে: সাইয়েদ কাফিল বুখারী ধর্মীয় কার্যক্রম ও প্রতীক ব্যবহারে অমুসলিমদের কোনো অধিকার নেই রাসূলুল্লাহ সা.কে আখেরি নবী হিসেবে বিশ্বাসই মুসলিমের পরিচয়: সালাহউদ্দিন আহমেদ “জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে আহমদিয়াদের অমুসলিম ঘোষণা করা হবে” ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে: মির্জা ফখরুল

ঢাবির টিএসসিতে চলছে প্রথমবারের মত শীতকালীন ইসলামী বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে শীতকালীন ইসলামী বইমেলা সিজন-১।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল ও ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাবের যৌথ আয়োজনে মেলাটি শুরু হয়। মেলা চলবে আগামী শনিবার (১১ জানুয়ারি) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকো রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

জানা যায়, মেলায় বিভিন্ন প্রকাশনীর সর্বমোট ২৩ টি স্টল নিয়ে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

উদ্বোধনের পর উপাচার্য বলেন, বই পড়া, জ্ঞানের উৎপাদন, জ্ঞানের বিতরণ এবং সমাজের সব স্তরে জ্ঞান ছড়িয়ে দেওয়াই বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ। একইভাবে আমাদের মহান স্রষ্টা পবিত্র কুরআনেও একই কথা বলেছেন। শুরুই হয়েছে ‘ইকরা’ বা পড় এর মাধ্যমে। সুতরাং বই পড়া এবং তার চর্চা জারি রাখা পরকালীন এবং ইহকালীন বিবেচনায়, যেকোনো প্রেক্ষাপটে একটি প্রধান কাজ।

এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামসুল আলম, মেলার আহ্বায়ক ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক জহিরুল ইসলাম, প্রক্টর সাইফুদ্দিন আহমদ প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ