আব্দুস সামাদ আজিজ : রাজধানীর বাংলামোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রের ছাদে অনুষ্ঠিত হলো ঈদ সাময়িকী সালামির সাহিত্য আড্ডা। ৫ই জুন জুমাবারের এই আড্ডায় অংশগ্রহণ করেন বিভিন্ন মাদ্রাসা থেকে আগত একঝাঁক তরুণ স্বপ্নবাজ লেখক।
শুরুতেই হয় পরিচয় পর্ব। সময়ের সাথে পাল্লা দিয়ে জমে ওঠে তুমুল আড্ডা। প্রাণবন্ত এই সাহিত্য আড্ডায় সালামি সম্পাদক সাঈদ আবরার বলেন, ঈদের সময় শিশুদেরকে সালামি দেওয়ার একটা রেওয়াজ চালু আছে আমাদের সমাজে। সালামি হিসেবে বড়রা ছোটদের দিয়ে থাকেন টাকা। আমাদের স্বপ্ন ছিল টাকার বদলে এমন কিছু তুলে দেব শিশুদের হাতে, যাতে করে তাদের মুখে তৃপ্তির হাসি ফোটার পাশাপাশি মননেরও উন্নয়ন হয়। সেই চিন্তা থেকেই ঈদ সাময়িকী সালামি সম্পাদনা ও প্রকাশ করা। কেননা, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা সালামি পড়ে শিখে, সালামিতে লিখে নিজের সুপ্ত প্রতিভা বিকশিত করবে।
এ সময় আড্ডাকে প্রাণিত করেন তরুণ গল্পকার সাজ্জাদুর রহমান। বর্তমান শিশুসাহিত্যের টুকিটাকি নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন। এছাড়াও অংশ নেন সালামির সহ-সম্পাদক আতাউল্লাহ আল আবেদীন, সহযোগী সম্পাদক আব্দুস সামাদ আজিজ, গদ্যকার মাহমুদুল হাসান সুনান, সাইফুদ্দীন খালেদ, গুলবার ফাহিম, রাইসুল হক, আহমাদ বাবর, আব্দুল্লাহ মুহাম্মদ উসমান, ওমর ফারুক প্রমুখ।
অতিথি আলোচক কবি আহমেদ ইউসুফ বলেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের ছাদে মাদ্রাসা ছাত্রদের এই সাহিত্য আড্ডায় অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। বাংলা সাহিত্যচর্চায় মাদ্রাসা ছাত্ররা দিন দিন এগিয়ে যাচ্ছে। মানসম্মত পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করায় তাঁদের সাফল্য ঈর্ষনীয়।
চা-নাস্তা খাওয়া শেষে দোয়ার মাধ্যমে আড্ডা শেষ হয়।
হাআমা/