বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

পাঁচবিবিতে ‘পকেট কমিটি’ বাতিলের দাবি বিএনপির এক পক্ষের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে যুবনেতা হারুন রশিদ ডিপনের ওপরে সন্ত্রাসী হামলা ও মেয়াদ উত্তীর্ণ পকেট কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। সোমবার বিকেলে উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে পৌর কমিউনিটি সেন্টারে লিখিত বক্তব্য পাঠ করেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মণ্ডল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি উপজেলা একটি পকেট কমিটি গঠন করেছে। পকেট কমিটির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের নেতৃত্বে গত ৫ আগস্টের ফ্যাসিট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলায় দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী রাজত্ব কায়েম হয়েছে। তারা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের দল থেকে দূরে সরিয়ে রাখছে। গত ১৪ অক্টোবর সাইফুল ইসলাম ডালিমের সন্ত্রাসী বাহিনী দিয়ে বিএনপির যুবনেতা হারুনুর রশিদ ডিপনের ওপর হামলা চালিয়ে জখম করা হয়। মেয়াদ উত্তীর্ণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিসহ সকল পকেট কমিটি ভেঙে গঠনতন্ত্র অনুযায়ী কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের স্থান দেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন খায়ের স্বপন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক দেওয়ান শাহাদৎ হোসেন, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নওশাদ আলী, আওলাই ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, ধরঞ্জী ইউনিয়নের সাবেক সভাপতি মাসুদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আবু নছর চৌধুরী ফরহাদ, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক সাইদুর রহমান, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলামসহ উপজেলা, পৌর বিএনপি ও উপজেলার ৮ টি ইউনিয়নসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ