শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ।। ২৯ কার্তিক ১৪৩২ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আমার পিতা ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অন্যতম পুরোধা: মাওলানা মাহমুদ মাদানী  খতমে নবুওয়াত মহাসম্মেলন: গাড়ি পার্কিং ও জরুরি দিকনির্দেশনা বিদেশিদের দালাল আর পাশের দেশের প্রেসক্রিপশনে আর নয়: চরমোনাই পীর গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে জাতির সাথে তামাশার শামিল: অধ্যাপক মাওঃ ইমরান আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে জমিয়তের পূর্ণ সংহতি ও সমর্থন কোন দলের আপত্তি কতটা বিবেচনায় নিলেন ড. ইউনূস গণভোটে আমরা রাজি, অপশনের বিষয়ে সিদ্ধান্ত জনগণের খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার আহ্বান মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়ার ঢাকা-১৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

কিতাব বিভাগের শিক্ষক নেবে বরিশালের জামিয়া হোসাইনিয়া মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদরাসায় শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ চলতি জানুয়ারির ২৪ তারিখ (শুক্রবার) এর মধ্যে জামিয়ার অফিসে জমা দিতে বলা হয়েছে।

জানা যায়, আগ্রহী প্রার্থীদের ২৭ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায়  জামিয়ার অফিস কক্ষে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

যেসব বিভাগে শিক্ষক নেওয়া হবে-

১। শিক্ষক
কিতাব বিভাগ ২ জন (আবাসিক)
যোগ্যতা: তাকমিল জামাতে ন্যূনতম জায়্যিদ জিদ্দান (বেফাক/হাইয়াতুল উলিয়া)

২। শিক্ষক
কিতাব বিভাগ কাম ক্বারী ১ জন (আবাসিক)
যোগ্যতা: তাকমীল জামাতে ন্যূনতম

জায়্যিদ জিদ্দান (বেফাক/হাইয়াতুল উলিয়া) ও তাজবীদ ও কিরাতের উপর তাখাসসুসের সনদপ্রাপ্ত 

৩। শিক্ষক (বাংলা) ১ জন (অনাবাসিক)
যোগ্যতা: স্নাতক বা সমমান ন্যূনতম ২য় বিভাগ

৪। শিক্ষক হিফজ বিভাগ ১ জন
যোগ্যতা: তাকমীল জামাতে জায়্যিদ এবং এর হুফফাজুল কুরআনের ট্রেনিং ওসনদপ্রাপ্ত।

সকল বিভাগে অভিজ্ঞদের প্রাধান্য দেয়া হবে।

আবেদনের নিয়মাবলি:

১. আগ্রহী প্রার্থীদের সহস্তে লিখিত দরখাস্ত জমা দিতে হবে।

২. শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।

৩. এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের অনলাইন কবপ জমা দিতে হবে।

৪. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

৫. সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।

৬. আবেদনকারীকে অবশ্যই সুন্নতের পাবন্দ হতে হবে।

৭. বেতন-ভাতা অনন্য সুবিধে আলোচনা সাপেক্ষে।

৮. শিক্ষাগত যোগ্যতার সকল সনদের মূল কপি নিয়ে আসবেন।

যোগাযোগ:
নাযেমে তালিমাত
০১৭৮৩৯৩০৪২৫(WhatsApp)

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ