বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৯ রজব ১৪৪৭


ওয়াজ শুনে ইসলামের ছায়ায় হৃদয় চন্দ্র দাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া বাংলাবাজার এলাকার হৃদয় চন্দ্র দাস ইসলাম গ্রহণ করেছেন। বিভিন্ন আলেমে দীনের ওয়াজ ও ইসলামি বক্তব্য শুনে ধীরে ধীরে ইসলামের প্রতি অনুপ্রাণিত হয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয় মোহাম্মদ আব্দুল্লাহ।

সোমবার (৫ জানুয়ারি) রাতে উপজেলা সদরের এপিপি’র ল’ চেম্বারে গিয়ে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইউটিউবে ইসলামি ওয়াজ, কোরআনের তাফসির ও নবী মোহাম্মদ (স.) জীবনকথা শুনতেন তিনি। এসব ওয়াজ ও বক্তব্য তার মনে গভীর প্রভাব ফেলে। ইসলামের শান্তি, শৃঙ্খলা ও মানবিক জীবনব্যবস্থা তাকে নতুনভাবে ভাবতে শেখায়। একপর্যায়ে আত্মিক প্রশান্তির খোঁজে তিনি নিজ সিদ্ধান্তে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।

ধর্মান্তরের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হয় আইনানুগভাবে। এ উপলক্ষে প্রয়োজনীয় হলফনামা ও নোটারি কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিনি কালেমা পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন। এ সময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত মুসল্লিরা নবাগত মুসলমান ভাইকে আলিঙ্গন করেন এবং তার জন্য দোয়া করেন।

নওমুসলিম মোহাম্মদ আব্দুল্যাহ (২৭) উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গৌরাঙ্গ বাবুর বাড়ির জগন্নাথ চন্দ্র দাসের ছেলে। সে পেশায় একজন পল্লী চিকিৎসক। তার পরিবারে বাবা-মা স্ত্রীসহ দুই সন্তান রয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ