পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে “সিরাত পাঠ প্রতিযোগিতা–২০২৫” আয়োজন করছে জামেয়া মারকাযুস সুন্নাহ মাদরাসা।
আয়োজক সূত্র জানায়, প্রতিযোগিতাটি কওমি ও আলিয়া মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় পাকিস্তানের মুফতিয়ে আজম আল্লামা শফী রহ.-এর লিখিত “সীরাতে খাতামুল আম্বিয়া” থেকে প্রশ্ন করা হবে। প্রতিযোগিতা হবে দুই পর্বে— প্রথম পর্ব শেষে বাছাইকৃত ১০ জনকে নিয়ে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর, রবিবার। রেজিস্ট্রেশনের জন্য অনলাইন ফরম: https://forms.gle/24EkA3Th5EwLXmiq8
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীর জন্য রয়েছে একটি নতুন ল্যাপটপ, দ্বিতীয় স্থান অধিকারীর জন্য একটি ট্যাব এবং তৃতীয় স্থান অধিকারীর জন্য ১০ হাজার টাকা সমমূল্যের সীরাত গ্রন্থ। এছাড়া ৪র্থ থেকে ১০ম স্থান অধিকারীদের জন্য রয়েছে ৫ হাজার টাকা সমমূল্যের সিরাত গ্রন্থ। এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে পুরস্কার প্রদান করা হবে।
জামিয়া মারকাযুস সুন্নাহ মুতাওয়াল্লি ও বাইতুল নূর জামে মসজিদের খতিব মুফতি আবু সালেহ মুহাম্মাদুল্লাহ বলেন, প্রতিটি মুসলমানের হৃদয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ-এর ভালোবাসা জাগ্রত করা এবং সর্বসাধারণের মধ্যে তাঁর সিরাতের জ্ঞান ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নবীজির জীবন হলো মানবজাতির জন্য পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। তাই আমরা চাই, বিশেষ করে তরুণ প্রজন্ম যেন সিরাত অধ্যয়নের মাধ্যমে নবীজির আদর্শকে জানতে পারে এবং সেই আলোয় নিজেদের জীবন আলোকিত করতে পারে।
তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য হলো নবীজির পরিচয় ও শিক্ষাকে সবার সামনে তুলে ধরা। অন্তত রবিউল আউয়াল মাস উপলক্ষে হলেও যেন প্রতিটি মুসলমান নবীজির জীবনচরিত পড়তে উদ্বুদ্ধ হয়, সেই আগ্রহ সৃষ্টি করাই আমাদের প্রচেষ্টা। এ প্রতিযোগিতা সেই লক্ষ্য পূরণের একটি ক্ষুদ্র প্রয়াস।
মুফতি মুহাম্মাদুল্লাহ উল্লেখ করেন, প্রতি বছরই আমরা এ ধরনের আয়োজন করে থাকি এবং অংশগ্রহণকারীদের উৎসাহ দেখে আমাদের দৃঢ় বিশ্বাস জন্মায় যে, সিরাত পাঠ প্রতিযোগিতা মুসলিম সমাজে এক ইতিবাচক ধারা তৈরি করছে।
প্রতিযোগিতার বিষয়ে আরও জানতে যোগাযোগ নম্বর: 01898-205555
এমএইচ/