মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৪ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
আবারও ‍খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত স্বাধীন দেশে থেকেও আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম নোয়াখালীতে কোরআন তালিমে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ইসরায়েলকে কঠিন পরিণতির হুঁশিয়ারি ইয়েমেনের  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী/ভাতা পুনঃনির্ধারণ: অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবার এক টাকা কেজি গরুর গোশত বিক্রির ঘোষণা এমপি প্রার্থীর! ‘দায়সারা গোছের তামাশার নির্বাচন জনগণ মেনে নেবে না’ নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করার উদ্যোগ নিন আন্তর্জাতিক স্বীকৃতি পেল শায়খ আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন সমাজে নৈতিক অবক্ষয় ও তরুণ প্রজন্মের দিকভ্রান্তি

উত্তম জীবন সঙ্গী ও নেক সন্তান লাভের দোয়া


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

 

বিয়ে আল্লাহর বড় এক নেয়ামত ও ইবাদত। বিয়ের মাধ্যমে মানুষ খুঁজে পায় একজন জীবন সঙ্গী। পরস্পরের সৌহার্দপূর্ণ আচরণ, ভালোবাসার রিনিঝিনি, মন ভোলানো খোশগল্প, হাসি, কৌতুকে প্রানবন্ত থাকে দুটি জীবন। জীবন সঙ্গীনী যদি হয় অসৎ, দুঃখের নেই শেষ। তখন ফিরে পেতে মন চায় আগের জীবন। একা ছিলাম, কতইনা ভালো ছিলাম। এই জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম  দোয়া শিখিয়েছেন-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مِنْ زَوْجٍ تُشَيِّبُنِي قَبْلَ الْمَشِيبِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন যাওজীন তুশাইইউবুনী ক্ববলাল মাশীবি।

অর্থ : হে আল্লাহ এমন মহিলা থেকে আশ্রয় চাই, যে বার্ধক্যের পূর্বেই বৃদ্ধ বানিয়ে দেয়।

উত্তম জীবন সঙ্গীনী প্রত্যাশা করে সবাই । এর জন্য অবশ্যই দারস্থ হতে হবে আল্লাহ তায়ালার। আল্লাহ রাব্বুল তার কাছ থেকে উত্তম জীবন সঙ্গীনী চেয়ে নিতে বলেছেন। এর জন্য শিখিয়েছেন  দোয়া।

رَبَّنَا ہَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّاجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا

উচ্চারণ :  রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিইয়াতিনা কুররাতা আইইনিও ওয়াজ আলনা লিল মুত্তাক্বিনা ইমামা। অর্থঃ হে আমাদের পালনকর্তা, আমাদিগকে আমাদের স্ত্রী ও সন্তান-সন্ততিগণ হতে নয়নের তৃপ্তি দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের নেতা বানাও।

অথ :  হে আমাদের প্রতিপালক! আমাদেরকে আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ হতে দান কর নয়নপ্রীতি এবং আমাদেরকে মুত্তাকীদের নেতা বানাও।

সাধারণত পিতা তার পরিবারবর্গের নেতা হয়ে থাকে। কুরআন মাজীদ তাকে এ দোয়া শিক্ষা দিচ্ছে। এর সারমর্ম হল, হে আল্লাহ! পিতা ও স্বামী হিসেবে আমি যখন স্ত্রী ও সন্তানদের নেতা, তখন আপনি আমার স্ত্রী-সন্তানদেরকে মুত্তাকী বানিয়ে দিন, যাতে আমি নেতা হই মুত্তাকীদের এবং তারা হয় আমার জন্য নয়নপ্রীতিকর। এর বিপরীতে আমি না হই ফাসেক ও পাপীদের নেতা, যারা আমার জন্য আযাব না হয়ে দাঁড়ায়। যারা নিজ পরিবারবর্গের আচার-আচরণে অতিষ্ঠ, তাদের নিয়মিতভাবে এ দোয়াটি করা উচিত।

এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ