বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


রমজানে মসজিদের বাইরে মাইক ব্যবহার নিষিদ্ধ করেছে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইড্যান্স মন্ত্রী শেখ আবদুল লতিফ আল শেখ ঘোষণা করেছেন, পবিত্র রমজান মাসজুড়ে মসজিদের বাইরের লাউডস্পিকারে (মাইক) নামাজ সম্প্রচার নিষিদ্ধ থাকবে। মসজিদের বাইরে কেবল আজান ও ইকামার সময় লাউডস্পিকার ব্যবহার করা যাবে, অন্য কোনো ইবাদত বা নামাজ সম্প্রচার নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রমজান সামনে রেখে মঙ্গলবার ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে, যেখানে মসজিদ প্রস্তুতি ও পরিচালনা সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। উম্মুল কুরা ক্যালেন্ডারের সময়সূচি মেনে নামাজ আদায় নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেয়া হয়েছে, বিশেষ করে এশার নামাজের সময়সূচি এবং আজান ও ইকামার মধ্যবর্তী বিরতির নিয়ম মানার বিষয়টি গুরুত্বসহকারে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, ইফতারের আয়োজন শুধুমাত্র নির্ধারিত খোলা চত্বরে করার নির্দেশনা দেওয়া হয়েছে। মসজিদের তত্ত্বাবধায়ক ও রক্ষণাবেক্ষণ কর্মীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। নারীদের নামাজের স্থানগুলোও প্রস্তুত ও পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপগুলো রমজান মাসে মুসল্লিদের জন্য শান্ত, সুশৃঙ্খল ও আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করা এবং আশপাশের জনসাধারণের প্রতি সম্মান বজায় রাখার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ