রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ।। ১৩ পৌষ ১৪৩২ ।। ৮ রজব ১৪৪৭


গাজায় সাংবাদিক হত্যা সর্বোচ্চ : দাবি ফিলিস্তিনি ইউনিয়নের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৫ সালে গাজা উপত্যকা সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এলাকায় পরিণত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন। সংগঠনটির মতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ইসরাইলি সহিংস অভিযানের সবচেয়ে ভয়াবহ ও চূড়ান্ত পর্যায় ছিল ২০২৫ সাল। এ সময়ে পরিকল্পিতভাবে বহু সাংবাদিককে হত্যা ও আহত করা হয়েছে।

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে ইউনিয়নের ফ্রিডমস কমিটি অভিযোগ করে, ইসরাইল ‘হত্যা, আহতকরণ ও স্থায়ী অক্ষমতা সৃষ্টির মাধ্যমে সংবাদমাধ্যমকে নিশ্চুপ করার’ একটি সুস্পষ্ট নীতি বাস্তবায়ন করছে। কমিটির ভাষায়, সাংবাদিকদের কাজ সীমিত করার পর্যায় ছাড়িয়ে ইসরাইল এখন ‘প্রাণঘাতী শক্তির মাধ্যমে সংবাদমাধ্যমকে নিষ্ক্রিয়’ করার পথে এগিয়েছে। এর উদ্দেশ্য সাক্ষী মুছে ফেলা, যুদ্ধাপরাধের নথিভুক্তকরণ ঠেকানো এবং মাটিতে থাকা ফিলিস্তিনি বাস্তবতা আড়াল করা।

ইউনিয়নের তথ্যমতে, এ সময়ে অন্তত ৭৬ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত বা আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, সাংবাদিকদের তাঁবু, হাসপাতাল, স্কুল, ব্যক্তিগত বাড়ি এবং সংবাদ কভারেজের সময় সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। অনেক ক্ষেত্রে মাথা ও গলায় গুলি করে ইচ্ছাকৃতভাবে স্থায়ী অক্ষমতা সৃষ্টি করা হয়েছে।

ফ্রিডমস কমিটির প্রধান মুহাম্মদ আল-লাহাম বলেন, এসব ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং ‘সাক্ষী ও সত্য মুছে ফেলার’ একটি ধারাবাহিক কৌশলের অংশ। তিনি এসব কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেন।

ইউনিয়ন আরও জানায়, আন্তর্জাতিক মহলের নীরবতা এসব হামলাকে উৎসাহিত করছে, যা ভবিষ্যতে সাংবাদিক ও সত্যের ওপর আরও ভয়াবহ আক্রমণের আশঙ্কা বাড়িয়ে তুলছে।

সূত্র: মাকতুব মিডিয়া

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ