ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রী মৌলভী আবদুল কবির হাফিযাহুল্লাহ বলেছেন, আফগান শরণার্থীরা কখনোই স্বাগতিক দেশগুলোর জন্য বোঝা নয়; বরং তারা সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতিতে বাস্তব ও ইতিবাচক অবদান রেখে আসছেন।
পাকতিয়া প্রদেশের একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, অতীতে স্বাগতিক দেশগুলো আফগান শরণার্থীদের যে সহায়তা দিয়েছে, তা মূলত নিজেদের স্বার্থ বিবেচনায় করেই দিয়েছে।
মন্ত্রী বলেন,
“আফগানরা নিজেদের জীবিকা নিজেরাই নির্বাহ করে। তাদের কারখানা আছে, দোকান আছে। পৃথিবীর কোনো দেশই দাবি করতে পারে না যে আফগানরা তাদের জন্য বোঝা। আফগানরা কি কখনো কারও দরজায় দরজায় ঘুরে সাহায্য চেয়েছে? তারা কি চুরি-ডাকাতিতে জড়িয়েছে? বরং স্বাগতিক দেশগুলো আফগানদের কাছ থেকে কর আদায় করেছে এবং সেই রাজস্ব নিজেদের অর্থনীতি উন্নয়নে ব্যবহার করেছে।”
বিদেশে অবস্থানরত আফগান অভিবাসীদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে ফিরে তারা যেন স্বাধীনভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করেন।
মৌলভী আবদুল কবির আরও বলেন,
“বিদেশে যারা মর্যাদাহীন জীবনযাপন করছেন, তাদের প্রতি আমাদের আহ্বান—স্বেচ্ছায় দেশে ফিরে আসুন এবং আফগানিস্তানে বিনিয়োগ করুন। অনাবাদি জমিতে ফসল ফলান, কৃষি খাত সম্প্রসারণ করুন, মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করুন এবং গমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে ভূমিকা রাখুন।”
উল্লেখ্য, তাঁর এই বক্তব্য এমন এক সময় এসেছে, যখন প্রতিবেশী কয়েকটি দেশ আফগান অভিবাসীদের প্রত্যাবর্তনে চাপ সৃষ্টি করছে এবং অনেক ক্ষেত্রে তাদের স্বাগতিক সমাজের জন্য বোঝা হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
এনএইচ/