রবিবার, ০২ নভেম্বর ২০২৫ ।। ১৭ কার্তিক ১৪৩২ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সচিবালয়ে ইবতেদায়ি শিক্ষকদের প্রতিনিধি দল পঞ্চগড়ে বন্ধ হাসপাতাল চালু করতে জামায়াতের ১০ লাখ টাকা সহায়তা অবশেষে শাপলা কলি প্রতীকই নিচ্ছে এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা এনসিপির, ঢাকার আসনে লড়বেন নাহিদ পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব‍্যবস্থা তৈরির আহ্বান জাকির নায়েকের বাংলাদেশ সফর ইস্যুতে যা বললেন ধর্ম উপদেষ্টা অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করুন: জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আমুড়া ইউনিয়নে জমিয়তের উদ্যোগে ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত আলজেরিয়ার জাতীয় দিবসে ইসলামী আন্দোলন বাংলাদেশের শুভেচ্ছা জ্ঞাপন ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

গাজা ইস্যুতে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করছে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠক আয়োজনের ঘোষণা দিয়েছে তুরস্ক। আগামী সোমবার ইস্তাম্বুলে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার (৩১ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাকান ফিদান বলেন,
“ইস্তাম্বুলে এই বৈঠকে আমরা এখন পর্যন্ত অর্জিত অগ্রগতি মূল্যায়ন করব এবং পরবর্তী ধাপে একসঙ্গে কীভাবে এগিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা করব।”

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বৈঠকে মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এসব দেশের মন্ত্রীরা গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন।

এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারগুস চাহকনার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে হাকান ফিদান বলেন,
“একটি আশার আলো দেখা দিয়েছে, যা সবার মধ্যে নতুন আশাবাদ সৃষ্টি করবে। বৈঠকে আমরা শান্তি প্রক্রিয়ার বাস্তব বাধা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।”

তিনি আরও বলেন,
“আমরা পশ্চিমা মিত্রদের সঙ্গে কীভাবে কার্যকরভাবে কাজ করতে পারি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় কী ধরনের সমর্থন পাওয়া যেতে পারে, সেটিও আলোচনার অংশ হবে।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে ফিদান বলেন,
“নেতানিয়াহু যুদ্ধবিরতি লঙ্ঘনের অজুহাত খুঁজছেন এবং বিশ্বের চোখের সামনে পুনরায় গণহত্যা শুরু করতে চাইছেন।”

তুরস্ক সম্প্রতি গাজায় ৮১ সদস্যের একটি দুর্যোগ-সাড়াদানকারী দল পাঠিয়েছে, যারা উদ্ধার তৎপরতায় সহায়তা করবে। তবে তারা এখনও ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশের জন্য ইসরায়েলের অনুমতির অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।

ফিদান আরও জানান, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে এবং তুর্কি সেনাবাহিনী যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেওয়ার সম্ভাবনাও বিবেচনা করছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ