শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭


পাকিস্তানি অভিযানে টিটিপির শীর্ষ কমান্ডার মুফতী মুযাহিম নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা-ভিত্তিক অভিযানে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) শীর্ষ নেতা কারী আমজাদ ইলিয়াস, ওরফে মুফতী মুযাহিম নিহত হয়েছেন। এই ঘটনা খাইবার পাখতুনখোয়ার বাজুড় জেলায় ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দা খোরাসান ডায়েরির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরবেলা বাজুড়ে পরিচালিত অভিযানে ফিতনাতুল খাওয়ারিজ বা টিটিপির শীর্ষ নেতা মুফতী মুযাহিম নিহত হন। পাকিস্তানি সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা খোরাসান ডায়েরিকে জানান, এই অভিযানে চারজন সন্ত্রাসী নিহত হয়েছে, যাদের মধ্যে মুফতী মুযাহিম ছিলেন প্রধান লক্ষ্য।

মুফতী মুযাহিম টিটিপির উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি দলটির নেতৃত্ব পরিষদের বিশেষ সদস্য এবং স্ব-ঘোষিত ‘প্রতিরক্ষামন্ত্রী’ও ছিলেন। টিটিপির প্রধান নূর ওয়ালি মেহসুদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি পরিচিত ছিলেন। তার মাথায় ছিল ৫ মিলিয়ন রুপির পুরস্কার ঘোষণা করা হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন স্থানে পরিচালিত পৃথক অভিযানে ফিতনাতুল হিন্দুস্তান ও ফিতনাতুল খাওয়ারিজের (বেলুচ বিচ্ছিন্নতাবাদী ও টিটিপি) মোট ১৮ সদস্য নিহত হয়েছে। এই অভিযানগুলোতে আফগানিস্তান থেকে অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের প্রতিরোধ করা হয়েছে।

এছাড়া, পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, কুররাম জেলায় টিটিপির সঙ্গে সরাসরি সংঘর্ষে পাক সেনাবাহিনীর ৬ জন সদস্য নিহত হয়েছেন। এই ঘটনাসমূহ টিটিপির বিরুদ্ধে চলমান অভিযানের অংশ, যা আফগান ভূখণ্ড থেকে পরিচালিত হামলার প্রতিক্রিয়া।

তথ্যসূত্র: দা খোরাসান ডায়েরি, দ্য এক্সপ্রেস ট্রিবিউন, পাকিস্তান অবজার্ভার

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ