পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নিষিদ্ধ ঘোষিত দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)-এর নিয়ন্ত্রণে থাকা মসজিদ ও মাদ্রাসাগুলো এবার সরকারের তত্ত্বাবধানে চলে যাচ্ছে।
বুধবার (২৯ অক্টোবর) মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের নেতৃত্বে গঠিত প্রশাসন ঘোষণা দিয়েছে, এসব ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব এখন থেকে দেওয়া হবে ‘মধ্যপন্থী’ আলেমদের কাছে। একই সঙ্গে তিনি নির্দোষ প্রমাণিত টিএলপি সমর্থকদের মুক্তির নির্দেশও দিয়েছেন।
বুধবার পাঞ্জাব সরকার ঘোষণা করেছে যে ৩০০টি মসজিদ এবং ১২৫টি মাদ্রাসার প্রশাসনিক দায়িত্ব ওয়াকফ বিভাগের মাধ্যমে হস্তান্তর করা হবে, পরে তা মুফতি মুনীবুর রহমানের নেতৃত্বাধীন তানজিম-উল-মাদারিস আহলে সুন্নাত পাকিস্তানকে দেওয়া হবে। এই পদক্ষেপটি আসলেই জরুরি হয়ে উঠেছিল মুরিদকে-তে সাম্প্রতিক সহিংসতার পর।
সেখানে ইসলামাবাদে মার্কিন দূতাবাসের সামনে টিএলপি সমর্থকদের বিক্ষোভ চেষ্টা থেকে উত্তেজনা সৃষ্টি হয় এবং পুলিশ ও টিএলপি কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন নিহত এবং ১,৬০০-এর বেশি আহত হয়। মুরিদকে-তে পুলিশ ও টিএলপি সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত ও ১,৬০০-এর বেশি আহত হন, এবং সহিংসতার পর প্রায় ৬,০০০ টিএলপি কর্মীকে গ্রেপ্তার করা হয়।
লাহোরে মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের সভাপতিত্বে ইত্তেহাদ বাইনুল মুসলিমিন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সকল ধর্মীয় সম্প্রদায়ের নেতারা অংশগ্রহণ করেন এবং পাঞ্জাব সরকারের টিএলপি-বিরোধী অবস্থান ও শান্তি প্রচেষ্টাকে সমর্থন জানান। বৈঠকে সিদ্ধান্ত হয় যে, টিএলপি-র মসজিদ ও মাদ্রাসার প্রশাসনিক নিয়ন্ত্রণ মুফতি মুনীবুর রহমানের নেতৃত্বাধীন তানজিম-উল-মাদারিস আহলে সুন্নাত পাকিস্তানকে হস্তান্তর করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, “যারা ব্যক্তিগত স্বার্থে ধর্মকে অপব্যবহার করছে, তারা ধর্মের সেবা করছে না। মসজিদ ও মাদ্রাসাগুলো সঠিকভাবে পরিচালনার জন্য হস্তান্তর করা হচ্ছে।” সূত্র : দ্য ডন
এনএইচ
 
                              
                           
                              
                           
                         
                              
                          _original_1761883348.jpg) 
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                               
                               
                              