শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই : প্রেস সচিব আগামীকাল ১১টায় হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, মা-শিশুকন্যার মৃত্যু গুলিস্তানের খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, আরও বাড়তে পারে শীত ঢাকা-৮ আসনে লড়তে চান শহীদ ওসমান হাদির বোন মাসুমা উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের দেশ ও জাতির স্বার্থে সবধরণের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন বার্তা দিলো ভারত তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে: মির্জা ফখরুল

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও অনেক, কি বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলের প্রতিশোধ নেয়ার অধিকার রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গাজা উপত্যকায় চালানো ইসরাইলি হামলার পর এমন মন্তব্য করেন তিনি।

আল জাজিরার এক খবরে বলা হয়েছে,  ট্রাম্প এখন জাপান সফরে আছে। সেখান থেকে তিনি এশিয়া প্যাসিফিকের নেতাদের এক সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। বিমানে উঠার আগে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ইসরাইল গাজায় যে হামলা করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে এই হামলা কোনো প্রভাব ফেলবে না। যদিও এতে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট হামাসকে হুমকি দিয়ে বলেন, তারা যদি যুদ্ধবিরতি চুক্তি যথাযথভাবে মান্য না করে, তাহলে তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এই কথা বলে তিনি ইসরাইলি সেনাদের উপর কথিত ফিলিস্তিনি হামলার দিকে ইঙ্গিত করেছেন। তবে হামাস ইসরাইলের এই অভিযোগ প্রত্যাখ্যান করেন। প্রতিরোধ আন্দোলনটি আরো জানিয়েছে যে ইসরাইল বরাবরই মিথ্যাচার করে যাচ্ছে। এ সময় তারা মধ্যস্থতাকারীদের তাদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন।

ট্রাম্প সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, হামাস যোদ্ধারা এক ইসরাইলি সেনাকে হত্যা করেছে। সেজন্য ইসরাইলিরা পাল্টা হামলা চালিয়েছে। এটা উচিৎও ছিল।

তিনি আরো বলেন, আমরা যদি শেষমেষ বাধ্য হই, তাহলে হামাসের উপর চূড়ান্ত আঘাতটাই হানবো। তবে আমরা এমনটি চাচ্ছি না।

এ সময় তিনি হামাসকে যুদ্ধবিরতি চুক্তি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।

সূত্র : আল জাজিরা

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ