বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

ভেঙে গেল পাক-আফগান শান্তি আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তুরুস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত বহুল প্রত্যাশিত পাকিস্তান–আফগানিস্তানে তালেবান শান্তি আলোচনা হঠাৎ করেই ভেঙে পড়েছে। যুক্তরাষ্ট্রের ড্রোন অভিযান ও সীমান্ত সন্ত্রাস ইস্যুতে দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধ দেখা দেওয়ায় আলোচনাটি ব্যর্থ হয়। কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীরা এ ঘটনায় হতবাক হয়েছেন। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

 সূত্র জানায়, বৈঠকের শুরুতে আশাবাদ থাকলেও এক পর্যায়ে পাকিস্তানি প্রতিনিধিদের বিশৃঙ্খল আচরণ ও উত্তেজনাপূর্ণ বক্তব্যে পরিস্থিতি অবনতির দিকে যায়। আলোচনার মোড় ঘুরে যায় যখন পাকিস্তান প্রথমবারের মতো স্বীকার করে যে যুক্তরাষ্ট্র তাদের ভূখণ্ড ব্যবহার করে ড্রোন অভিযান চালায়। আফগানিস্তানের প্রতিনিধিরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে ড্রোন হামলা বন্ধের নিশ্চয়তা দাবি করেন।

পরে ইসলামাবাদ থেকে পাওয়া এক ফোন কলের পর পাকিস্তানি প্রতিনিধিরা হঠাৎ অবস্থান বদলে জানান, তারা মার্কিন ড্রোন বা আইএস (দায়েশ)-এর কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারে না। এতে আলোচনা সম্পূর্ণ ভেস্তে যায়।

কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীরা পাকিস্তানি দলের আচরণকে কূটনৈতিকভাবে নজিরবিহীন বলে মন্তব্য করেন। বৈঠকের নেতৃত্বে থাকা আইএসআই কর্মকর্তাকে আফগান প্রতিনিধি দল স্মরণ করিয়ে দেয় যে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) তাদের নাগরিক, আফগান সরকারের নয়।

আলোচনার ব্যর্থতায় দুই দেশের সম্পর্ক আরও অবনতি হয়েছে। আফগান পক্ষ সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে পাকিস্তানের কোনো হামলা হলে ‘সমুচিত জবাব’ দেওয়া হবে।

বিশ্লেষকরা বলছেন, এ ব্যর্থতা শুধু দুই দেশের নয়, বরং গোটা অঞ্চলের শান্তি প্রচেষ্টার জন্য বড় ধাক্কা। আপাতত ইসলামাবাদ ও কাবুলের মধ্যে সংলাপের সম্ভাবনা নেই বললেই চলে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ