শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ।। ২ কার্তিক ১৪৩২ ।। ২৬ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের পরস্পরবিরোধী বক্তব্য কাম্য নয়: মামুনুল হক শিক্ষকদের ন্যায্য দাবির সাথে নীতিগত সমর্থন জানিয়েছে বিএনপি ছোট্ট যে আমলে জীবনের আগে-পরের সব গুনাহ মাফ হয়  গাজা পুনর্গঠনে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানালেন এরদোয়ান অতীতে কোনো সরকার জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করেনি - ড. হেলাল উদ্দিন নিকাব নিষিদ্ধের বিল পার্লামেন্টে পাস করল পর্তুগাল, গুনতে হবে জরিমানা খুলনায় হাতপাখা মার্কা প্রার্থীর মোটরসাইকেল শোডাউন যাদের জন্য নয় সুপারফুড চিয়া সিডস  মাদরাসা ছাত্রী ধর্ষণকারীদের কঠোর শাস্তি দিতে হবে: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট পীর সাহেব চরমোনাই রহ.-এর রাজনৈতিক দর্শন, জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

ভারতে আফগান মন্ত্রীর সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিক রাখা হয়নি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতে আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিককে রাখা হয়নি। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) নয়াদিল্লিতে আফগান দূতাবাসে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে যোগ দেন মুক্তাকি।

জানা গেছে, সাংবাদিকদের এ সম্মেলনে আমন্ত্রণের দায়িত্ব ছিল মুত্তাকির সঙ্গে থাকা তার আফগান কর্মকর্তার।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জানিয়েছেন, ভারতের পক্ষে থেকে নারী সাংবাদিকদের রাখার অনুরোধ করা হয়েছিল। কিন্তু আফগান কর্মকর্তারা এটা প্রত্যাখ্যান করেছেন।

এ ঘটনার নিন্দা জানিয়েছে ভারতীয় কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী, তালেবান প্রতিনিধির ভারত সফরে নারী সাংবাদিকদের বাদ দেওয়ার বিষয়টি পরিষ্কার করবেন।”

এদিকে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা আফগান নারীদের স্বাধীনতার ব্যাপারে প্রশ্ন করেন। জবাবে মুত্তাকি বলেন, “প্রত্যেক দেশের নিজস্ব সংস্কৃতি, আইন ও নীতি আছে এবং এটিকে সবার সম্মান জানানো উচিত। বলা হয় মানুষের অধিকার নেই। এটি ভুল। যদি বর্তমান ব্যবস্থা নিয়ে মানুষ খুশি না থাকত তাহলে (বিদেশ) থেকে কি তারা ফিরে আসত?”

তিনি দাবি করেন, ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে আফগানিস্তানের সামগ্রিক পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। তিনি বলেন, “আগে আফগানিস্তানে সংঘাতে প্রতিদিন ২০০ থেকে ৪০০ মানুষের মৃত্যু হতো। কিন্তু গত চার বছরে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আইন সমুন্নত আছে এবং সবাই তাদের অধিকার ভোগ করছে। যারা প্রোপাগান্ডায় অংশ নিচ্ছে তারা ভুল করছে।”

সূত্র: দ্য হিন্দু

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ