দীর্ঘ সংঘাতের পর কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রথম জুমার নামাজ আদায় করলেন গাজার ফিলিস্তিনিরা। হামাস ও ইসরায়েলের মধ্যে কাতার, মিশর, তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়।
বর্ধিষ্ণু সংঘাত ও বোমা হামলার মধ্যেও আজ হাজার হাজার ফিলিস্তিনি খোলা আকাশের নিচে ও অক্ষত মসজিদে নামাজে অংশ নেন। তারা স্বজন হারানোর বেদনা ও ধ্বংসস্তূপের মাঝেও আল্লাহর কাছে শান্তি ও স্থায়ী নিরাপত্তার জন্য প্রার্থনা করেন।
যুদ্ধবিরতির প্রথম ধাপে জিম্মিদের মুক্তি এবং গাজার কিছু অংশ থেকে ইসরায়েলি বাহিনীর আংশিক প্রত্যাহার অন্তর্ভুক্ত। ইসরায়েলি মন্ত্রিসভা চুক্তি অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যেই এটি কার্যকর হয়। এরপর গাজার বিভিন্ন এলাকার বাসিন্দারা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে নিরাপদ আশ্রয়কেন্দ্র ও নিজেদের বাড়ির দিকে ফিরে আসতে শুরু করেন।
এনএইচ/