রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ।। ২ কার্তিক ১৪৩২ ।। ২৭ রবিউস সানি ১৪৪৭


জন্মস্থানে ফিরছে হাজারো ফিলিস্তিনি: যুদ্ধবিরতির পর উত্তর গাজায় ফেরার ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর নিজ জন্মভূমিতে ফিরে আসতে শুরু করেছেন হাজার হাজার ফিলিস্তিনি। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি অনুমোদনের পর এই প্রত্যাবর্তনের দৃশ্য দেখা যাচ্ছে উত্তর গাজার বিভিন্ন এলাকায়। খবর মিডল ইস্ট আই-এর।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, স্থানীয় সময় দুপুর ১২টা (গ্রিনউইচ মান সময় সকাল ৯টা) থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। চুক্তির প্রথম ধাপ অনুযায়ী, নির্ধারিত সীমান্তরেখা থেকে সেনা প্রত্যাহারের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যদিও হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানানো হয়নি।

এর আগে শুক্রবার সকালে ইসরায়েলি সরকার যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেয়। কয়েক ঘণ্টা আগেই হামাস জানায়, তারা যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তিতে পৌঁছেছে।

ইসরায়েলের সরকারি সম্প্রচার সংস্থা কান বৃহস্পতিবার মিশরে স্বাক্ষরিত ওই চুক্তির প্রথম ধাপের একটি ফাঁস হওয়া কপি প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়, ইসরায়েল অনুমোদন দিলেই যুদ্ধ “তাৎক্ষণিকভাবে শেষ হবে।”

চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করবেন। ট্রাম্প সপ্তাহান্তে মিশর সফরে যাচ্ছেন, যেখানে তিনি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর সোমবার তার ইসরায়েল সফরেরও কথা রয়েছে।

হামাসের প্রধান আলোচক খালিল আল-হায়া নিশ্চিত করেছেন, ফিলিস্তিনি সংগঠনটি যুদ্ধের অবসান ঘটাতে আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছে। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলো নিশ্চয়তা দিয়েছে যে এই চুক্তি স্বাক্ষর মানেই যুদ্ধের অনির্দিষ্টকালের জন্য সমাপ্তি।”

যুদ্ধবিরতির ঘোষণার পর থেকেই উত্তর গাজার রাস্তায় দেখা গেছে হাজারো বাস্তুচ্যুত মানুষকে। কেউ কাঁধে শিশু, কেউ ভাঙা সাইকেলে মালপত্র— সবাই ফিরছেন তাদের বিধ্বস্ত ঘরবাড়ি ও পরিচিত মাটিতে। ধ্বংসস্তূপের মাঝে এই ফিরে আসা যেন ফিলিস্তিনিদের অদম্য টিকে থাকার প্রতীক।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ