শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ।। ২৫ আশ্বিন ১৪৩২ ।। ১৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
গণভোটের মাধ্যমেই জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে: ড. আহমদ আবদুল কাদের শ্রমিক মজলিসের সেমিনার অনুষ্ঠিত কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি মুরাদনগর উপজেলা জমিয়তের নামাজ চলাকালীন গান-বাজনার মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে: মাওলানা আবদুর রব ইউসুফী  পিআরসহ ৫ দফা দাবীতে ঢাকাসহ সকল বিভাগীয় শহরে গণমিছিল পিআর পদ্ধতিতেই আগামী জাতীয় নির্বাচন দিতে হবে: পীর সাহেব চরমোনাই ‘পিআর পদ্ধতির নির্বাচন আদায়ে শেষ দিন পর্যন্ত লড়াই করবে ইসলামী আন্দোলন’ জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনী তফসিলের পূর্বেই গণভোট দিতে হবে: নেজামে ইসলাম পার্টি লালবাগ কেল্লায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে গ্রুপ মেডিটেশন ও ইয়োগা অনুষ্ঠান ইসরায়েলি সেনারা সরছে, নিজ ভূমিতে ফিরছে ফিলিস্তিনিরা

গাজায় হামাসের স্নাইপারে ইসরাইলি সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজায় হামাসের হামলায় এক ইসরাইলি সেনা নিহত হয়েছে। গাজা যুদ্ধ বিরতি চুক্তি কার্যকরের আগে স্নাইপারের গুলিতে ওই সেনা মারা যান বলে জানিয়েছে ইসরাইলি বাহিনী। খবর টাইমস অব ইসরাইলের।

নিহত সেনার নাম সার্জেন্ট মাইকেল মোর্দেচাই নাচমানি। তিনি ৬১৪তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একজন টেকনোলজি অ্যান্ড মেইনটেন্যান্স কর্পস সেনা ছিলেন। আইডিএফ জানায়, বৃহিস্পতিবার গাজা যুদ্ধ বন্ধের চুক্তি কার্যকরের আগে হামলার শিকার হয় সার্জেন্ট মাইকেল মোর্দেচাই নাচমানি।

গাজায় যুদ্ধে দখলদার ইসরেইলি বাহিনী এক হাজারেরও বেশি সেনাকে হারিয়েছে। গত ৬ অক্টোবর এক প্রতিবেদনে দ্য জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়। প্রকাশিত পরিসংখ্যানে গাজা উপত্যকা, দখলর্কৃত অঞ্চলের দক্ষিণ ও উত্তরাঞ্চল এবং লেবাননের পাশাপাশি পশ্চিম তীরে অবস্থানরত ইসরাইলি নিরাপত্তা সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের যুদ্ধে কমপক্ষে ৬৭ হাজার ১৯৪ জন নিহত নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৬৯ হাজার ৮৯০ জন। ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে আরো হাজার হাজার মানুষ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের হামলায় ইসরাইলে মোট এক হাজার ১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।

দুই বছরের যুদ্ধের পর গত বুধবার যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্ততায় যুদ্ধবিরতি চুক্তি করে হামাস ও ইসরাইল।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ