আফগানিস্তানের ইসলামিক আমিরাতের শিল্প ও বাণিজ্য মন্ত্রী নূরউদ্দিন আজিজি চীন সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে চীনের উদ্দেশে রওনা হয়েছেন।
শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সফরের মূল উদ্দেশ্য হলো বিশ্ব মুক্ত অঞ্চল সংস্থার (World Free Zones Organization) আয়োজিত ১১তম আন্তর্জাতিক কংগ্রেসে অংশগ্রহণ করা।
কংগ্রেস চলাকালে মন্ত্রী আজিজি বক্তৃতা দেওয়ার পাশাপাশি চীনা কর্মকর্তা ও অন্যান্য দেশের মন্ত্রীদের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা বিষয়ে বৈঠক করবেন।
মন্ত্রণালয়ের মুখপাত্র আখুন্দজাদা আব্দুল সালাম জাওয়াদ বলেন,
“আফগানিস্তানের ইসলামিক আমিরাতের শিল্প ও বাণিজ্য মন্ত্রী আল-হাজ নূরউদ্দিন আজিজি বিশ্ব মুক্ত অঞ্চল সংস্থার ১১তম আন্তর্জাতিক কংগ্রেসে অংশ নিতে চীন সফর করছেন।”
কাবুল ও বেইজিংয়ের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও পরিবহন সম্পর্ক উল্লেখ করে আফগানিস্তানের অর্থনৈতিক বিশেষজ্ঞরা এই সফরকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
অর্থনৈতিক বিষয়ক বিশেষজ্ঞ মোহাম্মদ নবী আফগান বলেন,
“আমাদের চীনা বাজারে প্রবেশাধিকার অর্জন করা দরকার, এবং চীনারাও আমাদের শিল্প খাতে সরাসরি অংশ নিতে পারে—এর জন্য সুযোগ সৃষ্টি করা জরুরি। এতে আফগানিস্তান চীনের প্রযুক্তি, ধারণা ও সরঞ্জাম ব্যবহার করে বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবে।”
অন্য অর্থনৈতিক বিশ্লেষক কুতুবুদ্দিন ইয়াকুবি বলেন,
“এই সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপিত সংস্কার ও প্রযুক্তি থেকে উপকৃত হতে পারবে। পাশাপাশি, অনুষ্ঠিত চুক্তি ও বৈঠকের মাধ্যমে এটি আফগান অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”
চীনের হাইনান প্রদেশে আগামী ১০ থেকে ১২ অক্টোবর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হচ্ছে এ কংগ্রেস। এবারের প্রতিপাদ্য—
“বিশ্ব সমৃদ্ধির প্রবেশদ্বার: বাণিজ্য এবং টেকসই উদ্ভাবন।”
এই আন্তর্জাতিক কংগ্রেসের মূল লক্ষ্য হলো মুক্ত অঞ্চলের ভূমিকা অন্বেষণ, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা।
এনএইচ/