সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিক্ষেপ গোলার আঘাতে বুধবার (৮ অক্টোবর) অবরুদ্ধ আল-ফাশর শহরে একটি মসজিদে ১৩ জন নিহত হয়েছে। ওই মসজিদে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, মসজিদে আঘাত হানা গোলাটি উত্তর দিক থেকে এসেছে। সেখানে আবু শউক আশ্রয়কেন্দ্রটি আরএসএফ দখল করে নিয়েছে।
ওই এলাকায় বসবাসকারী এক ব্যক্তি জানান, বুধবার বিকেলে গোলাবর্ষণের পর আমরা ধ্বংসস্তূপের নিচ থেকে ১৩ জনের লাশ উদ্ধার করে তাদের কবর দিয়েছি।
হামলা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, ‘আরএসএফ আমাদের বাড়ি দখলের পর আমরা ৭০টি পরিবার মসজিদের ভেতরে ছিলাম। গতকাল মসজিদে কামানের গোলা আঘাত হানলে আমাদের ১৩ জন নিহত ও ২০ জন আহত হয়। মসজিদের একাংশ ধ্বংস হয়ে গেছে।’
সূত্র : বাসস
এলএইস/